কর্মীদের মানসিকভাবে চাঙ্গা রাখতে মেয়েদের কাজে নিচ্ছে চীনের কোম্পানিগুলি

|

শেন উই কাজ করেন চীনের এক কোম্পানিতে 'প্রোগ্রামার মোটিভেটার’ হিসাবে। অর্থাৎ তার কাজ কোম্পানির প্রোগ্রামারদের সাথে কথা বলা সোশাল অ্যাক্টিভিটি অর্গানাইজ করা এছাড়াও বিভিন্ন খবরের কাগজে বিজনেস রিপোর্ট কোম্পানির কর্মীদের জানানো কাজ শেনের।

কর্মীদের মানসিকভাবে চাঙ্গা রাখতে মেয়েদের কাজে নিচ্ছে চীনের কোম্পানিগুল

২৫ বছরের শেন নিজে সিভিল ইঞ্জিনিয়ার হলেও কোম্পানিতে তার কাজ কর্মীদের সর্বদা উজ্জ্বিবীত রাখা। 'প্রোগ্রামার মোটিভেটার’ হতে গেলে জানতে হবে কিভাবে ঠিক ভাবে মেকআপ করতে হয়, উচ্চতা হতে হবে ৫ ফুট ২ ইঞ্চি বা তার বেশি আর কোমল গলার স্বর হওয়া বাধ্যতামূলক।

এখন চীনে অনেক কোম্পানিতেই দেখা যাচ্ছে এই 'প্রোগ্রামার মোটিভেটার’ দের। চীনে জব সার্চ পোর্টালেও এই ধরনের কাজের জন্য পোস্ট হতে শুরু হয়েছে। খুবই খোলামেলাভাবেই চলছে মেয়েদের ব্যাবহার করে ছেলেদের কাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলার কাজ।

কাজের যায়গার ছেলেদের প্রাধান্য চীনে বরাবরই বেশি। তাই এইভাবে মেয়েদের কাজে ব্যাবহার ক্রমশই জনপ্রিয় হচ্ছে চীনে। যদিও চীনে এইভাবে কাজের জায়গায় মেয়েদের ব্যাবহার নিয়ে স্বরব হয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

আগামী মাসেই হয়তো লঞ্চ হবে নতুন আইফোনআগামী মাসেই হয়তো লঞ্চ হবে নতুন আইফোন

Best Mobiles in India

Read more about:
English summary
Startups in China Are Hiring Women as 'Programmer Motivators,' and It’s Just as Sexist as It Sounds

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X