১৮ বছরের বেশি সকলের জন্য ভ্যাকসিন, রেজিস্টার করবেন কীভাবে?

By Gizbot Bureau
|

প্রত্যেক দিন দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। প্রত্যেক দিনই দেশে ৩ লক্ষের বেশি মানুষ এই ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। বুধবার দেশে ৩ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাস। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা জানিয়েছেন একমাত্র ভ্যাকসিনই সংক্রমণ রুখতে সক্ষম হবে। আর তাই এবার ১৮ বছরের বেশী বয়সের সব নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করছে কেন্দ্রীয় সরকার। কীভাবে ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্ত করবেন? দেখে নিন।

 
১৮ বছরের বেশি সকলের জন্য ভ্যাকসিন, রেজিস্টার করবেন কীভাবে?

Cowin পোর্টাল অথবা আরোগ্য সেতু অ্যাপ থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্টার করা যাবে।

কী কী প্রয়োজন?

 

একটি মোবাইল নম্বর ও এসএমএস সার্ভিস

ইন্টারনেট কানেকশন

আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ যে কোন সরকারি পরিচয়পত্র

Cowin পোর্টাল থেকে

স্টেপ ১। লগ ইন করুন

শুরুতেই Cowin.gov.in ওয়েবসাইট ওপেন করে মোবাইল নম্বর দিয়ে ওপিটির মাধ্যমে রেজিস্টার করুন।

স্টেপ ২। রেজিস্ট্রেশন করুন

এর পরে ভ্যাকসিন রেজিস্টার পেজে পরিচয়পত্রের তথ্য দিয়ে রেজিস্টার বাটন ক্লিক করুন।

স্টেপ ৩। অ্যাপয়েনমেন্ট বুক করুন

এবার 'শিডিউল’ বাটন ক্লিক করে নিকটবর্তী ভ্যাকসিনেশন সেন্টারে নিজের অ্যাপয়েনমেন্ট বুক করুন।

আরোগ্য সেতু অ্যাপ

স্টেপ ১। শুরুতেই আরোগ্য সেতু অ্যাপে লগ ইন করুন।

স্টেপ ২। উপরে ভ্যাকসিনেশন ট্যাব সিলেক্ট করুন। এখানে ফোন নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করুন।

স্টেপ ৩। এখানে পরিচয় পত্র ও অন্যান্য তথ্য দিন। দিয়ে সাবমিট বাটনে ট্যাপ করুন।

স্টেপ ৪। একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৪ জনের জন্য ভ্যাকসিনেশন রেজিস্টার করা যাবে।

স্টেপ ৫। এর পরে শিডিউল ভ্যাকসিনেশন সিলেক্ট করে নিজের অ্যাপয়েনমেন্ট বুক করুন।

স্টেপ ৬। নিজের এলাকায় পিন কোড দিয়ে ভ্যাকসিনেশন সেন্টার সিলেক্ট করে অ্যাপয়েনমেন্ট বুক কিরা যাবে।

ভ্যাকসিন নেওয়া হলে Cowin পোর্টাল অথবা আরোগ্য সেতু অ্যাপ থেকেই ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
COVID-19 Vaccine For 18 Years And Above Steps To Register.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X