হোয়াটসঅ্যাপে চলে এল দুর্দান্ত এই ফিচার, শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য

By Gizbot Bureau
|

সম্প্রতি হোয়াটসঅ্যাপ অ্যানড্রয়েডে পৌঁছে গিয়েছে নতুন বিটা আপডেট। এই আপডেটে হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে ডার্ক মোড। আপাতত হোয়াটসঅ্যাপ অ্যানড্রয়েড বিটা ভার্সান ২.১৯.৮২ আপডেটে এই ফিচার যোগ হয়েছে। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপে চলে এল দুর্দান্ত এই ফিচার, শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকদে

সম্প্রতি এক রিপোর্টে হোয়াটসঅ্যাপে ডার্ক মোড যোগ হওয়ার খবর সামনে এসেছে। WABetaInfo ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ ডার্ক মোডের স্ক্রিন শট প্রকাশিত হয়েছে। এই স্ক্রিন শটে হোয়াটসঅ্যাপ সেটিংস মেনুতে ডার্ক মোড দেখা গিয়েছে। তবে সম্পূর্ণ কালো রঙ ব্যবহার না করে হোয়াটসঅ্যাপ ডার্ক মোডে ব্যবহার হয়েছে গাড়ো ধুসর রঙ। এর ফলে AMOLED ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ ডার্ক মোড ব্যবহারের ব্যাটারি ব্যাক আপে তেমন তফাৎ চোখে পড়বে না। তবে নিঃসন্দেহে ডার্ক মোডে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় চোখ সুস্থ থাকবে।

ডার্ক মোডে যে কোন সফটওয়্যারে ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যায়। আর লেখার রঙ হয় সাদা। এর ফলেচোখ ও ফোনের ব্যাটারি দুই সুস্থ থাকে।

ভুয়ো খবর প্রচার রুখতে সম্প্রতি সক্রিয় হয়েছে হোয়াটসঅ্যাপ। একের পর এক নতুন ফিচার যোগ হয়েছে এই মেসেজিং অ্যাপে। কয়েক মাস আগে ফরওয়ার্ড করা মেসেজের উপরে 'ফরওয়ার্ড’ ব্যাজ লাগাতে শুরু করেছিল হোয়াটসঅ্যাপ। সম্প্রতি নতুন আপডেটে কোনও মেসেজ কত বার ফরওয়ার্ড হয়েছে তা জানা যাবে। আপাতত বিটা আপডেটে যোগ হয়েছে এই ফিচার। শিঘ্রই স্টেবেল আপডেটেও এই ফিচার পৌঁছে যাবে।

এছাড়াও হোয়্যাটসঅ্যাপে যে কোনও ছবি পাঠালে তা সাথে সাথে ওয়েবে সার্চ করা যাবে। অর্থাৎ হোয়্যাটসঅ্যাপে যে কোনও ছবি পাওয়ার সাথে সাথেই তার সত্যতা যাচাই করে নেওয়া যাবে।

এছাড়াও থার্ড পার্টি ক্লায়েন্ট ব্যবহারকারী গ্রাহকদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছে মার্কিন মেসেজিং কোম্পানিটি। হোয়াটসঅ্যাপ জানিয়েছে অফিশিয়াল অ্যাপএ ফিরে এলেই আবার গ্রাহকের অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। সুরক্ষার কারনেই থার্ড পার্টি ক্লায়েন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ হয়েছে।

Best Mobiles in India

English summary
WhatsApp updates, the company is working on Dark Mode feature in this update.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X