CES 2018ঃ দেখে নিন এই মুহুর্তে লঞ্চ হওয়া বিশ্বের সেরা গেজেট গুলি

|

লাস ভেগাসে শুরু হয়েছে CES 2018। বিশ্বের তারড় টেক কোম্পানিগুলি তাদের সেরা টেকনলোজি নিয়ে এসেছে এই টেক শো তে। এই বছর এই শো শুরু হয়েছে ৯ই জানুয়ারি আর চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আসুন দেখে নেওয়া যাক এই পর্যন্ত CES 2018 তে দেখানো সেরা কিছু প্রোডাক্ট।

 

Lenovo Smart Displays

Lenovo Smart Displays

গুগুলের সাথে গাঁটছড়া বেঁধে লিনোভো লঞ্চ করেছে তাদের স্মার্ট ডিসপ্লে। এই স্মার্ট ডিসপ্লেতে আছে ইন বিল্ট গুগুল অ্যাসিসট্যান্ট। সেখানেই আপনি পেয়ে যাবেন লেটেস্ট ওয়েদার, ট্রাফিক, আপনার সারা দিনের শিডিউল সহ আরও অনেক কিছু। এছাড়াও গুগুল ডুওর মাধ্যমে আপনি করতে পারবেন ভিডিও কল। এর মধ্যে আছে লেটেস্ট Qualcomm SDA 624 চিপসেট যা বিশেষভাবে তৈরী এই ধরনের ডিভাইসের জন্য।

HTC Vive Pro

HTC Vive Pro

প্রত্যাশামতোই CES 2018 তে HTC লঞ্চ করলো ভাইভের লেটেস্ট ভার্সান ভাইভ প্রো। ভাইভ প্রো-এর রেসোলিউশান 2,880 x 1,600 পিক্সেলস। যার মাধ্যমে আপনি 3K রেসোলিউশানে গেম খেলতে পারবেন এই ডিভাইসে। এছাড়াও এই ডিভাইসে আছে 615 ppi OLED ডিসপ্লে।

Sony OLED TV's
 

Sony OLED TV's

কোম্পানির প্রথম 4K OLED টিভির বিপুল জিনপ্রিয়তার পর নতুন 4K OLED লঞ্চ করলো সোনি। টিভির মডেল নম্বত AF8। এই টিভিতে আছে 4K HDR X1 Extreme প্রসেসার। ৫৫ ইঞ্চি ও ৬৫ ইঞ্চি দুটি মডেলে পাওয়া যাবে এই টিভি। এছাড়াও এই টিভি সাপোর্ট করবে HDR10, HLG আর Dolby Vision HDR।

Rokid AR Glasses

Rokid AR Glasses

চিনা AI কোম্পানি রকিড লঞ্চ করলো তাদের AR গ্লাস রকিড গ্লাস। ব্যাটারিচালিত এই গ্লাসে কম্পিউটিং -এর জন্য রয়েছে একটি প্রসেসার। এর সাথে স্মার্টফোনের সাথে যোগাযোগের জন্য রয়েছে WiFi ও Bluetooth।

ThirdEye's X1 Smart Glasses

ThirdEye's X1 Smart Glasses

CES 2018 -এ থার্ডয়াই এর লেটেস্ট গেজেট X1। এই ডিভাইসে আছে লেটেস্ট চিপসেট ও সেন্সার। এই ডিভাইসে ব্যাবহারকারী পাবেন 1280 x 720 বাইনোকুলার ডিসপ্লে যা ৯০ ইঞ্চি ডিসপ্লের সমান। এছাড়াও এই ডিভাইসে আছে ৩ স্ক্রিন ইন্টারফেস।

Lenovo Miix 630

Lenovo Miix 630

লিনোভো লঞ্চ করেছে তাদের লেটেস্ট টু ইন ওয়ান হাইব্রিড পাওয়ারড ARM Miix 630। LTE কানেক্টিভিটির এই ডিভাইসের অপারেটিং সিস্টেম Windows 10। এই ডিভাইসের রয়েছে Qualcomm Snapdragon 835 চিপসেট। এছাড়াও থাকবে ডিজিটাল পেন সাপোর্ট।

Intel autonomous helicopter

Intel autonomous helicopter

এই বছর INTEL দেখালো তাদের লেটেস্ট ১৮ রোটোর এয়ার ট্যাস্কি প্রোটোটাইপ Volocopter VC200। এটি তৈরী করেছে একটি ৫০ সদস্যের জার্মান স্টার্টআপ। Volocopter 2X এ একটানা ৩০ মিনিট ভ্রমণ করা যাবে এবং একবারে সবথেকে বেশী যাওয়া যাবে ১৭ মাইল।

Lenovo ThinkPad X1

Lenovo ThinkPad X1

তাদের ThinkPadসিরিজ আপডেট করলো লিনোভো। নতুন এই টু ইন ওয়ান ১৩ ইঞ্চি স্ক্রিনে থাকবে HDR সাপোর্ট। ডিসপ্লে রেসোলিউশান 3,000 x 2,000 পিক্সেলস। ডিভাইসের ভিতরে রয়েছে লেটেস্ট লেটেস্ট 8th gen Core i7 প্রসেসার। একই সাথে থাকবে ডিজিটাল পেন সাপোর্ট।

Kate Spade smartwatch

Kate Spade smartwatch

পার্ফমেন্সের বদলে লুকস কেই গুরুত্ব দেওয়া হয়েছে এই স্মার্টওয়াচে। যেকোন স্মার্টওয়াচের থেকে ছোট ও পাতলা এই ডিভাইসিটি। এছাড়াও বিল্ট ইন অ্যাপের মাধ্যমে বদলাতে পারবেন ওয়াচফেস। এই স্মার্টওয়চে আছে 1.3GHz Snapdragon Wear 1200 প্রসেসার আর গুগুল অ্যাসিসট্যান্টের জন্য একটি মাইক্রোফোন।

Digital Storm Spark

Digital Storm Spark

এটি একটি ফুল গেমিং ডেস্কটপ। এতে আছে Intel's Z370 চিপসেট আর Nvidia GTX 1080 গ্রাফিক্স আর Intel Core-i7 8700K প্রসেসার। হার্ডলাইন লিকুইড কুলিং-এর মাধ্যমে কুল করা হয় এই সিস্টেম। এই বছর Q2 থেকে এই ডেক্সটপে থাকবে Nvidia GTX 1060 গ্রাফিস্ক।

Best Mobiles in India

English summary
The CES 2018 has kick-started as usual in Las Vegas with world's leading tech manufacturers showcasing their latest product updates, new gadgets, and innovations. This year the event starts on January 9 and ends on January 12, 2018.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X