দিল্লি ধোঁয়াশা: দূষণের মাত্রা পরীক্ষার সেরা অ্যাপস

By Sabyasachi Chakraborty
|

দিল্লির দূষণের জেরে কী হাল সবাই জানি। বৃষ্টির জেরে আপাতত কিছুটা ধোঁয়াশা কমলেও মাঝে থিকথিকে ধোঁয়াশায় ছেয়ে ছিল গোটা রাজধানী। পরিস্থিতি আবারও এরকম হতে পারে যে কোনও সময়। বিপজ্জনক সীমায় চলে গিয়েছে দূষণের মাত্রা।

 
দিল্লি ধোঁয়াশা: দূষণের মাত্রা পরীক্ষার সেরা অ্যাপস

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি নিরাপত্তা সূচক রয়েছে। দিল্লি, কমপক্ষে ৭০ বার সেই সূচক ছুঁয়ে ফেলেছে। উত্সবের মরশুমে তো এই দূষণের মাত্রা আরও বাড়ে। Central Pollution Control Board (CPCB)-এর Air Quality Index (AQI) বলছে, দিওয়ালির পরের দিন সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ৯৯৯ অঙ্ক ছুঁয়েছে। যা মারাত্মক বিপজ্জনক।

স্বাস কষ্ট যাঁদের রয়েছে, কিংবা যাঁদের নেইও, প্রত্যেকের জন্যই এটা যথেষ্ট চিন্তার বিষয়। বেঁচে থাকতে গেলে কমপক্ষে শুদ্ধ বাতাসটুকু তো প্রয়োজন।

বৃষ্টির জেরে আপাত স্বস্তি হলেও ধোঁয়াশা আবার ফিরতে পারে শীতের সঙ্গে সঙ্গে। অন্তত মাস খানেক তো এই রকম পরিস্থিতি চলতেই থাকবে বলে আশঙ্কা। ডাক্তাররা বলছেন মাস্ক পরে থাকতে। মর্নিং আর ইভিনিং ওয়াক আপাতত বন্ধ রাখতে। তবে এই সব ছাড়াও আরও একটা উপায় রয়েছে।

আর সেই উপায়টাই সহজতর। স্মার্টফোনের অ্যাপে চেক করে নিন দূষণের কী অবস্থা, সেই বুঝে ব্যবস্থা নিন। হাজার একটা অ্যাপস রয়েছে যা আপনাকে চারপাশের পরিবেশ নিয়ে আপডেট রাখবে।

তাই দিল্লিতেই থাকুন বা অন্য কোনও শহরে, চারপাশের বায়ু দূষণের মাপকাঠি জেনে নিতে কিছু অ্যাপস ডাউনলোড করে রাখা ভাল। ফ্রিতে মিলবে, এরকম কিছু অ্যাপের হদিশ রইল এখানে।

Airveda

Airveda

লোকেশন অনুযায়ী এয়ার কোয়ালিটি ইনডেক্স একদম ঠিকঠাক দেবে এই অ্যাপ। PM2.5, AQI, এবং PM10 মাপকাঠিতেও যাচাই করে নিতে পারে দূষণ। বিশ্বের অন্যান্য জায়গার সঙ্গে দূষণের মাত্রা মিলিয়ে নেওয়া যাবে।

Safar-Air

Safar-Air

বিশেষ করে এদেশের জন্যই এই অ্যাপ। দিনের দিন তো বটেই, সামনের দু তিনদিনেরও ফোরকাস্ট করে দেবে এই অ্যাপ। সঙ্গে থাকবে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ। বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে এই অ্যাপ বেশ কাজের।

কেন্দ্রীয় মন্ত্রকের তরফেই এই তৈরি করা হয়েছে। সঙ্গে রয়েছে অন্যান্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠান।

Sameer
 

Sameer

Central Pollution Control Board যে Air Quality Index (AQI) প্রকাশ করে, সেটি পাওয়া যাবে এই অ্যাপে।

গুগুল ম্যাপ টাইমলাইন কি ও কিভাবে তা ব্যাবহার করবেন ?গুগুল ম্যাপ টাইমলাইন কি ও কিভাবে তা ব্যাবহার করবেন ?

Plume Air Report

Plume Air Report

বাতাসের গুণগত মান কীরকম রয়েছে, তা যাচাই করে দেবে এই অ্যাপ। মডারেট বা এক্সট্রিম, কী পরিস্থিতি, জেনে যাবেন আপনি। PM2.5 (particulate matter of 2.5 microns or less), PM10, Ozone (O3), and Nitrogen Dioxide (NO2)-এর কীরকম স্কোর, সোয়াইপ করেই জানা যাবে।

বিশ্বের সমস্ত শহুরে এলাকার ডেটা স্যাটেলাইট থেকে সংগ্রহ করে রাখে এটি।

Air Quality / AirVisual

Air Quality / AirVisual

বিশ্বের সাড়ে ন হাজার শহরের ডেটা রয়েছে এর কাছে। প্রতি ঘণ্টায় PM2.5 এবং PM10-এর পরিমাণ জানিয়ে দেয় এটি।

স্মার্টফোনের হোম স্ক্রিনে উইজেট হিসেবে রাখা যায় এটিকে। বায়ূ দুষণের পরিমাণ, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শও রয়েছে এই অ্যাপে।

 Airlens Data

Airlens Data

বেশ উন্নত মানের প্রযুক্তি এয়ারলেন্স ডেটা অ্যাপটিতে। আপনার এলাকায় বাতাসের কী অবস্থা, জানিয়ে দিতে পারে এই অ্যাপ। ঘন ঘন আপডেট হতে থাকে ডেটা। ফলে আপনি থাকতে পারেন আপ টু ডেট।

Best Mobiles in India

Read more about:
English summary
Whether you live in Delhi or any other city, you should download some apps that you can use to check air pollution level in areas around you conveniently.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X