জিওফোনের থেকেও কম দামে লঞ্চ হল নতুন ফিচারফোন

সেই ফোনে থাকবে ইমার্জেন্সি প্যানিক বাটন। ফলে বিপদে সহজেই সাহায্য চাইতে পারবেন এই ফোনের গ্রাহকরা। এবার কোম্পানি এইরকম আরও একটি ফোন লঞ্চ করলো।

|

মহিলাদের সুরক্ষা মজবুত করতে এই বছরে মার্চেই নতুন ফিচারফোন লঞ্চ করার কথা জানিয়েছিল ডেটেল। সেই ফোনে থাকবে ইমার্জেন্সি প্যানিক বাটন। ফলে বিপদে সহজেই সাহায্য চাইতে পারবেন এই ফোনের গ্রাহকরা। এবার কোম্পানি এইরকম আরও একটি ফোন লঞ্চ করলো। ফোনের নাম Detel D1 Talkey। বয়স্ক ও যাদের দৃষ্টিশক্তি ক্ষীণ ব্যাবহারের কথা মাথায় রেখেই তৈরী এই ফোন। নতুন এই ফিচার ফোনের দাম ৬৯৯ টাকা আর পাওয়া যাবে শুধুমাত্র B2BAdda.com।

জিওফোনের থেকেও কম দামে লঞ্চ হল নতুন ফিচারফোন

কোম্পানির দাবি এই ফোনের দাম কম হওয়ার ফিচার ফোন বাজারে ছাপ ফেলবে ডেটেল ডি১। আর এই ফোনের বিশেষত্ব অবশ্যই ফোনের ইমার্জেন্সি প্যানিক বাটন।

এছাড়াও এই ফোনে থাকবে ডুয়াল সিম সাপোর্ট, কল ব্ল্যাকলিস্ট, জিপিআরএস, ডিজিটাল ক্যামেরা, সাথে ফ্ল্যাশ, ব্লুটুথ আর এফএম রেডিও। ফোনের ব্যাটারি 1050 mAh আর মাক্রোএস ডি কার্ডের মাধ্যমে ফোনের মেমোরি 16GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

এছাড়াও নতুন এই ফিচার ফোনে থাকবে ভয়েস কমান্ড সাপোর্ট। এছাড়াও এই ফোনে থাকবে ডেডিকেটেড মিউজিক বাটন।

এই ফোনের লঞ্চ উপলক্ষে কোময়ানির তরফে জানানো হয়েছে "আমরা গ্রাহকদের সেরা পরিষেবা দিতে বদ্ধ পরিকর। সে লক্ষেই আরও এক নতুন ধাপ এই ডেটেল ডি১ ফিচারফোন। ফিচারে ঠাঁসা এই ফোন ফিচার ফোন বাজারে ঝড় তুলবে বলেই মনে করছি আমরা।"

ভারতের বাজারে দাম এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টার। সেইখানে মাত্র ৬৯৯ টাকায় ফোন লঞ্চ করে ফিচারফোন বাজারে অবশ্যই নতুন ঢেউ আনবে ডেটেল ডি১।

ফ্লিপকার্টের সাথে হাত মেলালো আসুসফ্লিপকার্টের সাথে হাত মেলালো আসুস

Best Mobiles in India

Read more about:
English summary
Detel as launched a new feature called Detel D1 Talkey. This one is priced at Rs. 699 making it an affordable one. The highlight of this handset is the inclusion of features such as Panic button and SoS alert. It looks like the company is in plans to disrupt the mobile phone market with its affordable and feature rich handsets.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X