ক্রপ ফ্রেম আর ফুল ফ্রেম ডিএসএলআর-এর পার্থক্য

ডিএসএলআর-এ ক্রপ এবং ফুল ফ্রেমের মধ্যে পার্থক্য

By Sabyasachi Chakraborty
|

ডিএসএলআর ক্যামেরা কিনতে গেলে হাজারো জিনিস দেখাশোনার দরকার পড়ে। কেন ঠিক কিনতে চাইছি, সেই দরকারটা যতক্ষণ না পূরণ হচ্ছে, ততক্ষণ খুতখুতানি চলতেই থাকে। কনফিউশন অনেক থাকে। তারমধ্যে একটা বড় ধন্দ্ব হল, কী নেওয়া হবে ফুল ফ্রেম ক্যামেরা নাকি ক্রপ ফ্রেম ক্যামেরা? ডিএসএলআর কেনার ক্ষেত্রে এই বিষয়টি ভাবতেই হবে।

ক্রপ ফ্রেম আর ফুল ফ্রেম ডিএসএলআর-এর পার্থক্য

এই দ্বিধা দূর করতে এই ক্যামেরার পার্থক্যটি এখানে তুলে ধরা হল।

ফুল ফ্রেম

ফুল ফ্রেম

৩৫ মিলিমিটার ফরম্যাটের(৩৬X২৪ মিলিমিটার) ফিল্মে যেমন ইমেজ সেনসর থাকে, ঠিক তেমনই ফুল ফ্রেম ডিএসএলআরেও তা থাকে। ফুল ফ্রেম সেন্সরে অনেক ভাল ইমেজ কোয়ালিটি থাকে। আইএসও পারফরম্যান্সের কাছে তা পড়লে রীতিমতো ঝকঝক করে। দেখার ক্ষেত্রটাতেই ফুল ফ্রেম ও ক্রপ সেন্সরের মধ্যে রয়েছে মূলগত পার্থক্য।

একস্ট্রা ফিচার্সের জন্য বেশিরভাগ প্রফেশনাল ফটোগ্রাফাররা ফুল ফ্রেমই ব্যবহার করে থাকে। ওয়াইড অ্যাঙ্গেলে কাজের ক্ষেত্রে ফুল ফ্রেমে অপশন বেশি।

ক্রপ ফ্রেম

ক্রপ ফ্রেম

ক্রপ ফ্রেমের ক্ষেত্রে সেনসর আবার অপেক্ষাকৃত ছোট। ৩৫ মিলিমিটারেরও কম। ক্রম সেন্সরে ছবির সাইজও ছোটই হয়। সবথেকে বড় কথা এর ভিউ অনেকটাই সংকীর্ণ। ওয়াইড অ্যাঙ্গেল এফেক্টকে কম করে টেলিফটো এফেক্ট বাড়ায় এটি।

Android One আর Android-এর তফাৎ কি?Android One আর Android-এর তফাৎ কি?

আপনার জন্য কোনটা ঠিক?
 

আপনার জন্য কোনটা ঠিক?

প্রকৃতি, বন্যপ্রাণ কিংবা স্পোর্টস নিয়ে যদি কালচার করতে চান, ক্রপ সেন্সর এক্ষেত্রে উপযোগী। অন্যদিকে আরও বেশি আইওএস এবং নর্মাল ফোকাল লেনথে লেন্সকে নিয়ে খেলা করতে চাইলে আনুন ফুল ফ্রেম ক্যামেরা। কম আলোতে প্রকৃতি, ল্যান্ডস্কেপ কিংবা কোনও স্থাপত্যের ছবি তোলার ইচ্ছে হলে ফুল ফ্রেম অনেক বেশি কাজের।

Best Mobiles in India

Read more about:
English summary
Among many confusions, one such questions are whether to select a Full Frame camera or Crop Frame camera?

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X