ডিজিটাল ইন্ডিয়া ২০১৮: নারী অধিকার সুরক্ষায় নতুন পদক্ষেপ ভারত সরকারের

|

ভারতে মেয়েদের অধিকার সুরক্ষিত করতে ভারত সরকার ইতিমধ্যেই একাধিক স্কিম ও লেজিসলেশান প্রয়োগ করেছে। এইগুলি প্রয়োগের মাধ্যমে মেয়েদের সমান অধিকার, আর্থিক সুযোগ, সামাজিক সুরক্ষা, আইনি সাহায্য ইত্যাদি সুনিশ্চিত করার চেষ্টা করেছে ভারত সরকার। যদিও এই সুযোগগুলি নিয়ে সামাজিক স্তরে সচেতনতা বৃদ্ধিতে কাজ শুরু করল ভারত সরকার।

 
ডিজিটাল ইন্ডিয়া ২০১৮: নারী অধিকার সুরক্ষায় নতুন পদক্ষেপ ভারত সরকারের

মেয়েদের জন্য সরকারের সমস্ত স্কিম আরও সহজে মেয়েদের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিল ভারত সরকার। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী মেনেকা গান্ধী ঘোষনা করলেন নতুন এক পোর্টাল। NARI নামক এই পোর্টালে মেয়েদের জন্য সরকারের সব প্রকল্প এক জায়গার পেয়ে যাবেন দেষের নাগরিকরা।

মেনেকা গান্ধী জানান,"৭৫ বছরে ভারতে প্রথম একটি পোর্টাল শুরু হল যেখানে এক জায়গায় পাওয়া যাবে সরকারের সব প্রকপ্লের বিস্তারিত বিবরন পাওয়া যাবে। সব মন্ত্রকের সব প্রকপ্লের বিবরন পাওয়া যাবে এই পোর্টালে। এছাড়াও বিভিন্ন প্রকল্পে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে এই পোর্টাল থেকে।"

 

নাগরিকরা www.nari.nic.in এ লগ ইন করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিস্তারিত দেখে নিতে পারবেন। এখন মহিলাদের জন্য ৩৫০ প্রকল্পের বিবরন রয়েছে NARI পোর্টালে। পরে নয়মিত আপডেট হতে থাকবে এই পোর্টাল।

কোন মৃত্যুর পিছনেই সরাসরি দায়ী করা যাচ্ছে না ব্লু হোয়েল চ্যালেঞ্জকেকোন মৃত্যুর পিছনেই সরাসরি দায়ী করা যাচ্ছে না ব্লু হোয়েল চ্যালেঞ্জকে

প্রকল্পগুলি ৭ টি আলাদা বিভাগে ভাগ করা আছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, হাউজিং অ্যান্ড শেল্টার, হিংস্রতা, সিদ্ধান্ত গ্রহন ও সামাজিক সুরক্ষা এই কটি বিভাগে ভাগ করা হয়েছে প্রকল্পগুলিকে। নারীর অধিকার সুরক্ষিত করতে এটি একটি বড় পদক্ষেপ বলেই জানানো হয়েছে সরকারের তরফে।

এছাড়াও এই দিন লঞ্চ হয় NGO-দের জন্য একটি পোর্টাল। নাম e-SAMVAD। এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন NGO সরকারের সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারবে।

এছাড়াও মন্ত্রী জানান সরকার আগামী ২৬ জানিয়ারী থেকে উত্তর প্রদেশে প্যানিক বাটন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। গত এপ্রিল ২০১৬ সালে সরকার সব মোবাইল ফোনে প্যানিক বাটন রাখা বাধ্যতামুলক করেছিল।

মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করতে এই ব্যাবস্থা গ্রহন করেছে সরকার।

Best Mobiles in India

Read more about:
English summary
To provide women citizens with easy access to information on government schemes and initiatives for women, Union Minister for women and child development Maneka Gandhi has now announced the launch of a new web portal for women.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X