নতুন সিমকার্ড নেবেন? জেনে নিন নতুন নিয়ম

|

নতুন সিমকার্ড নেওয়ার নিয়ম পরিবর্তন করল টেলিকম দপ্তর। সুপ্রিম কোর্ট সম্প্রতি এক রায়ে জানিয়েছে সিম কার্ড নেওয়ার জন্য আধার বাধ্যতামূলক নয়। এর পরেই নতুন KYC তৈরী করেছে টেলিকম অপারেটারগুলি। এই সপ্তাহের শুরুতে সিম কার্ড নেওয়ার নতুন নিয়ম বিস্তারে জানিয়েছে ভারতের টেলিকম দপ্তর।

 
নতুন সিমকার্ড নেবেন? জেনে নিন নতুন নিয়ম

১। পরিচয় ও ঠিকানার প্রক্মান নিয়ে দোকানে যান

নতুন সিম কার্ড নিয়ে স্বশরীরে সার্ভিস প্রোভাইডারের দোকানে হাজির হতে হবে। সাথে থাকতে হবে পরিচয় ও ঠিকানার প্রমাণ।

 

২। লাইভ ছবি

দোকানে গ্রাহকের একটি ছবি তোলা হবে।

৩। ওয়াটার মার্ক

দোকানে তোলা গ্রাহকের ছবির উপরে থাকবে বিশেষ ওয়াটার মার্ক। সেখানে ফর্ম নম্বর উল্লেখ থাকবে।

৪। সব নথিপত্রে ওয়াটার মার্ক

ছবি সাথেই সিম কার্ড কেনার সময় ব্যবহৃত সব প্রামাণ্য নথিতে বসবে ওয়াটার মার্ক।

৫। QR কোড স্ক্যান

যে সব নথিতে QR কোড রয়েছে সেখানে কোড স্ক্যান করে নেওয়া যাবে। সেক্ষেত্রে আলাদা ফর্ম পূরণের প্রয়োজন হবে না।

৬। নথির প্রাপ্তি স্বীকার

এই নথি পাওয়ার পর গ্রাহকের অন্য নম্বর বা পরিবারের কারও নম্বরে একটি OTP পৌঁছাবে। এটিকে নথির প্রাপ্তি স্বীকার হিজাবে রেখে দিতে পারেন গ্রাহক।

৭। নথি যাচাইয়ের পরে সিম চালু

জমা করা নথি অপারেটার যাচাই করবে। তারপরে চালু হবে নম্বর।

৮। টেলি ভেরিফিকেশান

সিম চালু হওয়ার পরে নির্দিষ্ট নম্বরে ফোন করে তব তথ্য ভেরিফাই করতে হবে।

৯। নথি প্রতি দুটি সিম কার্ড

একই নথি ব্যবহার করে দিনে দুটি সিম কার্ড নেওয়া যাবে।

১০। বিদেশী ও প্রবাসীদের নিয়ম

বিদেশী ও প্রাবাসীদের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে।

Best Mobiles in India

Read more about:
English summary
DoT has issued new guidelines to get mobile SIM cards.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X