হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে দিতে স্মার্ট ট্র্যাকিং সিস্টেম নিয়ে আসছে টেলিকম দপ্তর

By Gizbot Bureau
|

হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে পেতে নতুন প্রযুক্তি নিয়ে আসছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। আগামী মাস থেকে নতুন এই প্রযুক্তি শুরু হবে। সম্প্রতি এক সূত্র মারফৎ এই তথ্য জানা গিয়েছে। নতুন প্রযুক্তি ব্যবহার করে ফোন থেকে সিম কার্ড খুলে নেওয়ার পরেও আইএমইআই নম্বর থেকে সহজেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে পাওয়া যাবে।

হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে দিতে স্মার্ট ট্র্যাকিং সিস্টেম নিয়ে আসছে টেল

ইতিমধ্যেই এই প্রযুক্তি তৈরীর কাজ শেষ হয়েছে অগাস্ট মাস থেকে নতুন এই প্রযুক্তির মাধ্যমে ভারতে হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে পাওয়া যাবে। ইতিমধ্যেই এই প্রযুক্তি প্রস্তুত থাকলেও সংসদে বিল পেশ না করে তা প্রয়োগ করা যাবে না। বাজেট অধিবেশনেই নতুন এই বিল সংসদে পেশ করবে কেন্দ্র। ২৬ জুলাই পর্যন্ত সংসদে অধিবেষন চলবে।

নতুন এই প্রযুক্তি তৈরীর জন্য ১৫ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। এর ফলে গোটা দেশে স্মার্টফোন চুরির প্রবণতা কমবে।

নতুন এই প্রযুক্তিতে ফোন থেকে সিম কার্ড খুলে ফেললেও আইএমইআই নম্বরের মাধ্যমে ফোন ব্লক করে ফেলা যাবে। নতুন এই প্রযুক্তি ভারতে হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁতে পেতে সাযাজ্য করবে।

প্রত্যেক ফোনে একটি ১৫ ডিজিটের নম্বর থাকে। প্রত্যেক মোবাইলের জন্য থাকে আলাদা একটি নম্বর। এই নম্বর ট্র্যাক করেই এবার হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে পাওয়া যাবে।

সব অপারেটরের কাজ থেকে তথ্য সংগ্রহ করে একটি সেন্ট্রাল ডেটা বেস তৈরী করা হবে। সেই ডেটা বেস থেকে বিভিন্ন ফোন খুঁজে পাওয়া সম্ভব হবে। যেহেতু সব আইএমইআই এর জায়গার থাকবে তাই সিম বদল করলেও সহজেই হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে পাওয়া যাবে। সংসদের চলতি অধিবেশনে এই বিল পাশ হলে অগাস্ট মাস থেকেই নতুন প্রযুক্তি দেখা যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
DoT to start tracking system to find lost mobiles

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X