Just In
Don't Miss
ফের দাম বাড়াতে পারে টেলিকম কোম্পানিগুলি
২০২০ সালে দাম বাড়িয়ে ফল পেয়েছে টেলিকম কোম্পানিগুলি। গত বছর শেষ ত্রৈমাসিকে সব টেলিকম কোম্পানিই গ্রাহক প্রতি গড় আয়ে নতুন রেকর্ড গড়েছে। আর এর পরেই ফের পরিষেবা বৃদ্ধির সম্ভাবনা দেখা গিয়েছে।
টেলিকম দুনিয়ার সঙ্গে যুক্ত সূত্র মারফৎ জানা যাচ্ছে পরিষেবার দাম বাড়ানোর জন্য সবার আগে এগিয়ে আসবে ভি। ২০১৯ সালের ডিসেম্বরে শেষ বারের জন্য দাম বাড়িয়েছিল কোম্পানিটি। সেই সময় জিও ও এয়ারটেলও একই সঙ্গে পরিষেবার দাম বাড়িয়েছিল। গোটা দেশের সব সার্কেলের গ্রাহকের জন্য টেলিকম পরিষেবার মূল্যবৃদ্ধি হয়েছিল।
গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরে এয়ারটেলের গ্রাহক প্রতি গড় আয় হয়েছে ১৬৬ টাকা। যা আগের ত্রৈমাসিকের থেকে গ্রাহক প্রতি ৪ টাকা বেশি। ২০১৯ সালের শেষ ত্রৈমাসিকে গ্রাহক প্রতি এয়ারটেলের গড় আয় ছিল ১৩৫ টাকা।
অন্যদিকে গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরে ভির গ্রাহক প্রতি গড় আয় হয়েছে ১২১ টাকা। যা আগের ত্রৈমাসিকের থেকে গ্রাহক প্রতি ২ টাকা বেশি। ২০১৯ সালের শেষ ত্রৈমাসিকে গ্রাহক প্রতি এয়ারটেলের গড় আয় ছিল ১০৯ টাকা।
গ্রাহক সংখ্যা ক্রমশ করতে থাকলেও গত বছর শেষ ত্রৈমাসিকে মোট ৩৬ লক্ষ নতুন ভি গ্রাহক ৪জি ব্যবহার শুরু করেছে। এয়ারটেলের রিপোর্ট অনুযায়ী কোম্পানির ৪জি গ্রাহক সংখ্যার নিরিখে ৩৩.৮ শতাংশ বৃদ্ধি হয়েছে। এই মুহূর্তে এয়ারটেলের ৪জি গ্রাহক সংখ্যা ১৬.৫৬ কোটি।
শেষ চারটি ত্রৈমাসিকে মোট ৪.২ কোটি নতুন গ্রাহক এয়ারটেল ব্যবহার শুরু করেছেন।
অন্যদিকে গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরে ৫২ লক্ষ নতুন গ্রাহক জিও ব্যবহার শুরু করেছেন। যদিও এর আগের ত্রৈমাসিকগুলিতে জিওর নতুন গ্রাহক সংখ্যা ছিল যথাক্রমে ৭৩ লক্ষ, ১.০৮ কোটি ও ১.৭৫ কোটি। গত বছর ডিসেম্বরের শেষে জিওর মোট গ্রাহক সংখ্যা ৪১.০৮ কোটি।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190