নতুন 'ফ্রেন্ডস অ্যাওয়ার্ডস' চালু করলো ফেসবুক

ফেসবুক, পৃথিবীর বৃহত্তম সোসাল নেটওয়ার্কিং ওয়েকসাইট লঞ্চ করলো 'ফ্রেন্ডস অ্যাওয়ার্ডস'। এর মাধ্যমে ব্যাবহারকারীরা পোস্ট করতে পারবেন নিজেদের পার্সোনালাইজড ভিডিও।

|

ফেসবুক, পৃথিবীর বৃহত্তম সোসাল নেটওয়ার্কিং ওয়েকসাইট লঞ্চ করলো 'ফ্রেন্ডস অ্যাওয়ার্ডস'। এর মাধ্যমে ব্যাবহারকারীরা পোস্ট করতে পারবেন নিজেদের পার্সোনালাইজড ভিডিও।

নতুন 'ফ্রেন্ডস অ্যাওয়ার্ডস' চালু করলো ফেসবুক

'' ৪ ফেব্রুয়ারী হল ফ্রেন্ডশিপ ডে, যে দিন বন্ধুদের নিজের ভালোবাসা জানানোর দিন। সেই দিনকে উজ্জাপন করতে আপনি আপনার জিউজ ফিডের উপরে দেখতে পাবেন এই ভিডিও" বলে জানানো হয়েছে কোম্পানির তরফে।

আরও জানানো হয়েছে "এই শর্ট ভিডিওর পরে আপনি তৈরি করতে পারেন আপনার নিজের ফ্রেন্ডস অ্যাওয়ার্ডস। যেখানে আপনি ব্যাবহার করতে পারবেন 'বেস্টি', 'গ্রেট লিসেনার' এর মতো কিছু প্রি মেড ট্যাগ।"

ফেসবুক জানিয়েছে ২০১৭ সালে ৬০০ মিলিয়ানের বেশি 'ফ্রেন্ডভার্সারি' ভিডিও শেয়ার হয়েছিল ফেসবুকে। গড়ে প্রতিদিন ৭৫০ মিলিয়ান নতুন বন্ধু তৈরি হয় ফেসবুকে।

ওয়্যারলেস মাউস আর কি বোর্ড নিরাপদ রাখবেন কী করেওয়্যারলেস মাউস আর কি বোর্ড নিরাপদ রাখবেন কী করে

অন্যদিকে ফেসবুক সম্প্রতি প্রকাশ করেছে তাদের ২০১৭ সালের ব্যাবসার হিসাব। ৪৭% বেড়ে এখন ফেসবুকের মোট সম্পত্তির পরিমান ৪০ বিলিয়ান ডলার। প্রতি মাসে এখন ২.১ বিলিয়ান মানুষ ফেসবুক ব্যাবহার করেন যার মধ্যে রোজ ফেসবুক ব্যাবহারকারীর সংক্যা ১.৪ বিলিয়ান।

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook also claims that more than 600 million 'Friendversary' videos were shared in 2017 and people in India made most friends in the last year.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X