লা লিগা: এবার মেসির জাদু সসারি দেখা যাবে ফেসবুকে

By GizBot Bureau
|

গত কয়েক বছর ধরেই ভারতবাসীর টিভি দেখার অভ্যাস বদলাতে শুরু করেছে। বিশেষ করে জিও বাজারে আসার পর থেকেই জেন এক্স বসার ঘরে টিভির সামনে বসতে নারাজ। সেই দলেই ধীরে ধীরে প্রবেশ করছেন দেশের প্রবীনরাও। সবাই নীজের সখের মুঠোফোনেই সিনেমা থেকে খেলা বা কমেডি দেখে চলেছেন অনবরত।

 
লা লিগা: এবার মেসির জাদু সসারি দেখা যাবে ফেসবুকে

এবার মেসি, সুয়ারেজ, বেলের জাদু সরাসরি দেখা যাবে ফেসবুকে। ২০১৮-১৯ মরশুমে লা লিগার ৩৮০ টি ম্যাচ সরাসরি দেখানোর স্বত্ত্ব কিনে নিল সোশাল মিডিয়া জায়েন্ট ফেসবুক। ভারত, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মালদ্বীপে লা লিগা দেখানোর স্বত্ত্ব কিনেছে ফেসবুক। এর ফলে ভারত সহ এই সব দেশের ফুটবলপ্রেমীরা বিনামূল্যে অনলাইনে মেসি সুয়ারেজের জাদু দেখতে পাবেন।

লা লিগার ডিজিটাল স্ট্র্যাটিজির প্রধান আলফ্রেডো বার্মেয়ো বলেন, “ভারতে সহ গোটা উপমহাদেশে বিনামূল্যে লা লিগা ডিজিটাল সম্প্রসারনে আমরা খুশি। আশা করছি এর ফলে উপমহাদেশে আরও বেশি মানুষের কাছে লা লিগা ফুটবল পৌঁছে যাবে।”

 

জুলাই মাসে ভারতে ফেসবুকের মোট গ্রাহক সংখ্যা ছিল 27 কোটি। এর ফলে নিঃসন্দেহে এই চুক্তির ফলেভারতের বিশাল অংশের মানুষের কাছে বিনামূল্যে লা লিগার ফুটবল পৌঁছে যাবে।

কয়েকদিন আগেই ইংল্যান্ডে ২০১৯ সালের প্রিমিয়ার লিগ দেখানোর স্বত্ত্ব কিনে নিয়েছিল ই-কমার্স জায়েন্ট অ্যামাজন। কোম্পানির প্রাইম ভিডিও অ্যাপ এর মাধ্যমে সেই দেশে প্রিমিয়ার লিগ খেলার ডিজিটাল সম্প্রসারন করছে আমেরিকার কোম্পানিটি।

কয়েক মাস আগেই একাধিক রিপোর্টে জানা গিয়েছিল জনপ্রিয় খেলা নিজেদের প্ল্যাটফর্মে সরাসরি দেখানোর প্রস্তুতি নিচ্ছে ফেসবুক। ভারতে লা লিগা দেখানোর হাত ধরেই সেই পথে হাঁটা শুরু করল ফেসবুক। ফেসবুকের ফুটবল ছাড়াও ভারতে সরাসরি ক্রিকেট খেলা সম্প্রচারেও আগ্রহী ফেসবুক। মেসির সাথে কোহলির খেলাও সরাসরি ফেসবুকের মাধ্যমে দেখা গেলেও অবাক হবেন না যেন।

Best Mobiles in India

Read more about:
English summary
Company signs exclusive three-year agreement to screen all 380 Spanish top-flight football matches across south Asia

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X