আপনার হাঁড়ির খবর চিনকে বেচে দিয়েছে ফেসবুক

By GizBot Bureau
|

একের পর এক তথ্য পাচারের অভিযোগে জর্জরিত ফেসবুক। এবার আরও বড় অভিযোগ উঠলো ফেসবুকের বিরুদ্ধে। ২০০৭ সাল থেকে অন্তত চারটি চীনা ফার্মকে গ্রাহকদের ব্যাক্তিগত ডাটা পাঠিয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যেই অন্যতম চিনের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Huawei। মার্কিন গোয়েন্দারা মনে করছেন এইভাবে চিনের সরকার গোপনে নজর রাখার কাজ চালিয়ে যাচ্ছে।

 
আপনার হাঁড়ির খবর চিনকে বেচে দিয়েছে ফেসবুক

২০০৭ সাল থেকে বিভিন্ন ফোন প্রস্তুতকারী সংস্থাকে গ্রাহকদের ব্যাক্তিগত তথ্য পাঠিয়েছে ফেসবুক। মঙ্গলবার ফেসবুকের এক মুখপাত্র এই কথা জানিয়েছেন। এই সপ্তাহের শেষেই Huawei এর সাথে এই ডাটা শেয়ারিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। অন্য তিন চিনা ফার্মকে আরও কতদিন ফেসবুক ডাটা পাঠাবে তা পরিষ্কার করে কিছু জানানো হয়নি কোম্পানির তরফ থেকে।

 

যদিও ফেসবুক দাবি করেছে গ্রাহকদের যে ব্যাক্তিগত ডাটা Huawei এর সাথে শেয়ার করা হয়েছে তা কখনই নিজেদের সার্ভারে সেভ করেনি চিনের কোম্পানিটি। এই ডাটা যেন Huawei এর সার্ভারে সেভ না হয় তা নিশ্চিত করতে ফেসবুকে একজন আলাদা ইঞ্জিনিয়ার ও ম্যানেজার রাখা হয়েছিল।

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এর এক রিপোর্টে জানা গিয়েছে অ্যাপেল, অ্যামাজন, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলিকে নিয়মিত নিজেদের গ্রাহকদের ব্যাক্তিগত তথ্য দিয়েছে এই সোশাল মিডিয়া কোম্পানিটি। ২০০৭ সাল থেকে চলছে এই তথ্য পাচারের কাজ। যদিও নিজেদের পিঠ বাঁচাতে ফেসবুক দাবি করেছে এই পার্টনারশিপ অন্য ডাটা শেয়ারিং পার্টনারশিপগুলির থেকে আলাদা ভাবে কাজ করত।

জানা গেল Galaxy Note 9 এর লঞ্চের তারিখজানা গেল Galaxy Note 9 এর লঞ্চের তারিখ

কিছুদিন আগেই কেমব্রিজ ডাটা স্ক্যান্ডেলে জর্জরিত ফেসবুক। দুনিয়া ব্যাপী গ্রাহকদের ভরসা হারিয়েছে ফেসবুক। এর মধ্যেই চিনকে গ্রাহকদের ব্যাক্তিগত তথ্যের মতো সংবেদনশীল তথ্য নিয়মিত শেয়ার করার খবর সামনে আসায় কোম্পানির ভবিষ্যত নিয়ে প্রশ্নচিহ্ন তুলতে শুরু করেছেন বিষেষজ্ঞরা। ইতিমধ্যেই এই খবর মার্কিন গোয়েন্দা বিভাগের কপালেও ভাঁজ ফেলতে শুরু করেছে।

Best Mobiles in India

Read more about:
English summary
Companies include Huawei, which U.S. officials consider possible tool for spying.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X