Just In
Don't Miss
ভুল করে করোনাভাইরাসের পোস্ট ডিলিট করল ফেসবুক
বিশ্বজুড়ে এখন শুধুই করোনাভাইরাস সম্পর্কে খবর ছড়িয়ে পড়ছে। প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়ে মানুষের আগ্রহ ও উদ্বেগ আকাশ ছুঁয়েছে। এই অবস্থায় এক বড় ভুল করল ফেসবুক। ভুল করে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া থেকে করোনাভাইরাস সম্পর্কিত পোস্ট ডিলিট হতে শুরু করেছে। গুরুত্বপূর্ণ খবরকে ভুল করে ভুয়ো খবর হিসাবে চিহ্নিত করেছে ফেসবুক।
সম্প্রতি টেকক্রাঞ্চ ওয়েবসাইটে একটি রিপোর্টে নতুন স্ক্রিনশট প্রকাশিত হয়েছে। সেখানে ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে, “আর কেউ আপনার পোস্ট দেখতে পাবে না। ভুয়ো বিজ্ঞাপন, জালিয়াতি এবং সুরক্ষা লঙ্ঘনের মতো জিনিসগুলি রোধ করার জন্য এই কাজ করেছি আমরা”। এছাড়াও করোনাভাইরাস সম্পর্কিত এই পোস্টকে স্প্যাম হিসাবে ধরেছে ফেসবুক।
ফেসবুকের এক প্রতিনিধি জানিয়েছেন, “আমরা এই বিষয়ে অনুসন্ধান শুরু করেছি এবং তথ্য ভাগ করে নেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাজ করছি। এই মুহূর্তে আমি নিশ্চিত করতে পারি যে আমরা বিষয়টি খতিয়ে দেখছি, ঠিক কী ঘটছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
যদিও পরে ঐ পোস্ট সবার জন্য খুলে দিয়েছে ফেসবুক। সিস্টেমে সমস্যা থাকার জন্যই এই ভুল হয়েছে বলে জানা যাচ্ছে।
সম্প্রতি ক্রিয়েটারদের জন্য নতুন প্ল্যান নিয়ে এসেছিল ফেসবুক। এই অ্যাপ ব্যবহার করে স্মার্টফোন থেকে পোস্ট করা যাবে। অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে ক্রিয়েটার স্টুডিও অ্যাপ ব্যবহার করা যাবে। এতদিন যে সব ফিচার শুধুমাত্র ডেক্সটপ ব্রাউজার থেকে ব্যবহার করা যেত এবার নতুন অ্যাপ ব্যবহার করে সেই ফিচার স্মার্টফোন থেকেও ব্যবহার করা যাবে। ফলে স্মার্টফোন থেকে ফেসবুক পেজ নিয়ন্ত্রণ করা সহজ হবে।
ফেসবুক পেজে পোস্ট করার সঙ্গেই ফেসবুক ক্রিয়েটার স্টুডিওর মাধ্যমে পেজ সম্পর্কে সব তথ্য দেখে নেওয়া যাবে। এতদিন শুধুমাত্র ডেস্কটপ থেকেই এই ফিচার ব্যবহার করা যেত।
অন্যদিকে গ্রাহকের ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নিয়মিত নতুন ফিচার নিয়ে আসছে মার্ক জাকারবার্গের কোম্পানি। এই জন্য ফেসবুক ওয়েবসাইট ও অ্যাপে একের পর এক নতুন ফিচার আসছে। জানুয়ারিতে ফেসবুক অ্যানড্রয়েড অ্যাপে ডার্ক মোড যোগ হয়েছিল। অনেক দিন ধরেই অ্যানড্রয়েড ফেসবুক অ্যাপে ডার্ক মোডের কাজ চলছিল। অবশেষে সেই ফিচার পৌঁছে গেল।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190