৬০ কোটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফাঁস করে দিয়েছে ফেসবুক, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত আছে তো?

By Gizbot Bureau
|

সাম্প্রতিক ইতিহাসে একাধিক বার গ্রাহকের ব্যাক্তিগত তথ্য বিক্রির অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। আবার গ্রাহকের ব্যক্তিগত তথ্য নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করল ফেসবুক। বিশ্বে বৃহত্তম সোশ্যাল মিডিয়া কোম্পানির ভয়ঙ্কর এই কাজের জন্য অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে শুরু করেছেন। কোম্পানি জানিয়েছে কয়েক কোটি গ্রাহকের পাসওয়ার্ড সার্ভারে সাধারন টেক্সট হিসাবে রাখা ছিল। সম্প্রতি কার্বস ওয়েবসাইটে প্রথম এই রিপোর্ট সামনে আসে।

৬০ কোটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফাঁস করে দিয়েছে ফেসবুক

সাধারন টেকস্ট হিসাবে পাসওয়ার্ড কোম্পানির নজস্ব সার্ভারে সেব করে রাখার কারনেই যে কোন ফেসবুক কর্মী এই পাসওয়ার্ডের মাধ্যমে এই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। রিপোর্টে জানানো হয়েছে মোট ২০ কোটি থেকে ৬০ কোটি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কোম্পানির সার্ভারে খোলা পরে ছিল। তবে শুধুমাত্র ফেসবুক নয়, এই তালিকায় ইন্সটাগ্রাম গ্রাহকদে পাসওয়ার্ডও রয়েছে। ঠিক কত গ্রাহকের পাসওয়ার্ড সামনে এসেছে সেই সংখ্যা সঠিকভাবে জানায়নি ফেসবুক।

সঠিক নম্বর জানা না গেলেও ২০১২ সাল থেকে এই ঘটনা হয়ে আসছে বলে জানা গিয়েছে। পাসওয়ার্ড সার্ভারে এই সমস্যার কথা কয়েক কোটি ফেসবুক ও ইন্সটাগ্রাম গ্রাহককে নোটিফিকেশনের মাধ্যমে জানানোর পরিকল্পনা করছে মার্ক জাকারবার্গের কোম্পানি। এর ফলে ফেসবুক ও ইন্সটাগ্রাম গ্রাহকের পাসওয়ার্ড চলে গিয়েছে ফেসবুক কর্মীদের হাতে।

এই সমস্যার হাত থেকে নিজের অ্যাকাউন্ট সুরক্ষির রাখতে ফেসবুক ও ইন্সটাগ্রাম গ্রাহকদের পাসওয়ার্ড বদল করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও প্রত্যেক প্ল্যাটফর্মে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করলে অ্যাকাউন্টের সুরক্ষা মজবুত হয়। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে গ্রাহকদের পাসওয়ার্ডে অক্ষর, স্পেশাল ক্যারেকটার ও সংখ্যা দেওয়ার পরামর্শ দিয়েছে।

এছাড়াও গ্রাহকদের টু-ফ্যাক্টার অথেন্টিকেশান অন করে রাখতে পরামর্শ দিয়েচ্ছে মার্কিন সোশ্যাল মিডিয়া জায়েন্ট। এর ফলে গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে বলে দাবি করেছে ফেসবুক।

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook account passwords were stored in plain text and searchable by thousands of Facebook employees.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X