পরিবারের সঙ্গে বাড়বে ছোটদের যোগাযোগ, নতুন অ্যাপ ম্যাসেঞ্জার কিডস লঞ্চ করল ফেসবুক

By Sabyasachi Chakraborty
|

পরিবারের সবার সঙ্গে আরও একটু বেশি যোগাযোগ। ম্যাসেঞ্জার কিডস নামে একটা নতুন অ্যাপ আনল ফেসবুক। ছোটরাও যাতে সুরক্ষিত ভাবে ভিডিও চ্যাট করতে পারে, আর পরিবারের অন্যান্য কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে গল্পসল্প চালাতে পারে, এই অ্যাপ সে কথা মাথায় রেখেই।

পরিবারের সঙ্গে বাড়বে ছোটদের যোগাযোগ, নতুন অ্যাপ ম্যাসেঞ্জার কিডস লঞ্চ

আমেরিকার বাজারে এই অ্যাপ এসে গিয়েছে। কিডস ট্যাবলেট, স্মার্টফোনে এই অ্যাপ মিলছে। তবে বাবা-মায়ের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই অ্যাপের ওপর নজরদারী চালানো যাবে।

ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর লরেন চেং একটি ব্লগ পোস্টে লিখেছেন, দাদু দিদার সঙ্গে কথা বা ভিডিও চ্যাট, কিংবা দূরে থাকা ভাই-বোনদের সঙ্গে আড্ডা, অথবা মায়ের বাড়ি ফিরতে দেরী হলে সাজানো গোছানো ফটো বা স্রেফ হাই জানানো। পরিবারের মধ্যে অনলাইন কথাবার্তার নতুন মাধ্যম এই মেসেঞ্জার কিডস। আপাতত iPad, iPod touch,এবং iPhone-এ মিলছে এটি।

পরিবারের সঙ্গে বাড়বে ছোটদের যোগাযোগ, নতুন অ্যাপ ম্যাসেঞ্জার কিডস লঞ্চ

হাজার খানেক বাবা-মায়ের সঙ্গে কথা বলা হয়েছে, ন্যাশনাল পিটিএ বা অভিভাবক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে, এরপরেই ফেসবুকের মনে হয়েছে ছোটদের একটু ভার্চুয়ালি পরিবারের সঙ্গে যোগাযোগ বাড়ানো দরকার। বিশেষ করে যাদের তারা বেশি ভালবাসে। তবে অবশ্যই এই যোগাযোগের নিয়ন্ত্রণটা থাকবে বাবা-মায়ের হাতে।

চেং আরও লেখেন, কয়েক হাজার বাবা-মায়ের সঙ্গে কথা বলা হয়েছে, অনলাইন সেফটি, চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার্স, শিশু মাধ্যম ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর এই অ্যাপ তৈরি হয়েছে।

এছাড়াও ভাবনাচিন্তা করা যাবে এরকমও কিছু ব্যবস্থা রেখেছে ফেসবুক। বর্তমানে যেভাবে সবকিছু ডিজিটালি কানেক্টেড হয়ে উঠছে, সে কথা মাথায় রেখেই এই অ্যাপ ছোটদের জন্য। তাদের আরও আপডেট করা হবে।

বাবা মায়েরা একবার অ্যাকাউন্ট সেট করে ফেলার পর বাবা মায়ের পারমিশন দেওয়া কনট্যাক্টে আড্ডা দিতে পারবে ছেলে মেয়েরা। রয়েছে মজার মুখোশ, ইমোজি, সাউন্ড এফেক্টস। ভিডিও চ্যাট, ভয়েস বা টেক্সট করা যাবে।

চেং বলেন, নিজেদের পার্সোনালিটি এক্সপ্রেস করার জন্য সব রকম ভাবে জিআইএফ, স্টিকার, ইমোজির বন্দোবস্ত রয়েছে।

পরিবারের সঙ্গে বাড়বে ছোটদের যোগাযোগ, নতুন অ্যাপ ম্যাসেঞ্জার কিডস লঞ্চ

কীভাবে শুরু করা যাবে

চারটি ধাপে মেসেঞ্জার কিডস সেট করা যাবে।

প্রথমত, বাচ্চার আইপ্যাডে, আই পড টাচ বা আইফোনে মেসেঞ্জার কিডস অ্যাপ ডাউনলোড করতে হবে।

বাবা-মায়ের নিজের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আইডি দিয়ে তা অথেন্টিকেট করা যাবে। তা বলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের হদিশ কিন্তু ছোট্টরা পাচ্ছে না।

এরপর পর পর যেরকম সেটআপ প্রসেস রয়েছে। নাম দিতে হবে এক্ষেত্রে। তারপরেই তুলে দিন পুঁচকেদের হাতে।

অ্যাজর লোকেশন বেসড সার্ভিস লঞ্চ করল মাইক্রোসফটঅ্যাজর লোকেশন বেসড সার্ভিস লঞ্চ করল মাইক্রোসফট

সবশেষে অ্যাপ্রুভড কনট্যাক্ট লিস্ট থেকে নাম অ্যাড করতে হবে। নিজেদের মূল ফেসবুক অ্যাপেই রয়েছে মেসেঞ্জার কিডস পেরেন্টার কন্ট্রোল প্যানেলে। সেখান থেকেই এই কাজ করা যাবে।

এতে কোনও বিজ্ঞাপনের ঝামেলা নেই। ডাউনলোড ফ্রি। Children's Online Privacy and Protection Act (COPPA) মাথায় রেখেই এই অ্যাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। আপাতত অ্যাপেল অ্যাপ স্টোরে আমেরিকাতেই মিলছে এই পরিষেবা। ধীরে ধীরে অ্যামাজন ও গুগলেও আসবে এটি।

Best Mobiles in India

Read more about:
English summary
Messenger Kids is a new app that makes it easier for kids to safely video chat and message with family and friends when they can’t be together in person.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X