হোয়াটসঅ্যাপেও মিলবে ভিডিও কলিং পরিষেবা

By Madhuraka Dasgupta
|

এবার হোয়াটসঅ্যাপেও আপনি পেতে পারেন লাইভ ভিডিও কলিং পরিষেবা। কারণ হোয়াটসঅ্যাপ তার ইউজার্সদের জন্য এবার নিয়ে এসেছে এই বিশেষ পরিষেবার

 

সুবিধা। তবে তারজন্য আপনার কাছে থাকতে হবে একটি উইন্ডোজ ফোন। কারণ উইন্ডোজ ফোনের বেটা ভার্সন যাঁরা ব্যবহার করেন, আপাতত তাঁরাই এই

 

পরিষেবার সুবিধা নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপেও মিলবে ভিডিও কলিং পরিষেবা

যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাঁদের দীর্ঘদিনের জল্পনা ছিল, কবে এই অ্যাপে লাইভ ভিডিও কলিং পরিষেবার সুবিধা মিলবে। বিশেষ করে

ফেসবুক, হোয়াটসঅ্যাপের মালিকানা নেওয়ার পর এই জল্পনা আরও বেড়ে যায়। অবশেষে সমস্ত জল্পনার অবসান।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ নিয়ে এল এই বিশেষ পরিষেবা। তবে প্রত্যাশামতো অ্যান্ড্রয়েড বা আইফোন নয়, আপাতত শুধুমাত্র উইন্ডোজ ফোনেই এই পরিষেবার

সুবিধা মিলবে। উইন্ডোজ ফোনের বেটা ভার্সন ব্যবহারকারীরাই লাইভ ভিডিও কলিং করতে পারবেন।

বিষয়টি প্রথম নজরে আনে একটি স্প্যানিশ ওয়েবসাইট। তারাই প্রথম জানায় যে, উইন্ডোজ ফোনের বেটা ভার্সন যাঁরা ব্যবহার করেন, তাঁদের হ্যান্ডসেটে

লাইভ ভিডিও কলিংয়ের অপশন আসছে। কল বাটনে গিয়ে ক্লিক করলে অ্যাপ ভয়েস এবং ভিডিও কলস, এই দুটি অপশনস পাওয়া যাচ্ছে।

হোয়াটসঅ্যাপেও মিলবে ভিডিও কলিং পরিষেবা

ব্যবহারকারীরা মিউট অপশনেরও সুবিধা পাবেন এই নতুন পরিষেবায়। সেইসঙ্গে অন্যান্য ভিডিও কলিং অ্যাপের মতো ফ্রন্ট ক্যামেরা এবং রেয়ার ক্যামেরাও

সেট করা যাবে এই পরিষেবায়। সেইসঙ্গে কল হিসট্রিতেও পরিবর্তন করা যাবে এবং ভিডিও কল ও ভয়েস কল আলাদা আলাদাভাবে দেখা যাবে। ভয়েস কলিংয়ের

হোয়াটসঅ্যাপেও মিলবে ভিডিও কলিং পরিষেবা

ক্ষেত্রে যেমন একটি শর্টকাট বাটনের সুবিধা থাকত, ভিডিও কলিংয়ের ক্ষেত্রেও সেই শর্টকাট বাটনের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
Best Mobiles in India

Read more about:
English summary
The rumor has been spread since WhatsApp started rolling out new features for its Android beta version, that this most popular IM application will receive a major addition. It has long been a talk in town that Facebook-owned WhatsApp will release video calling feature for its users. Finally, it is here!

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X