আপনার হোয়াট্‌স-অ্যাপের প্রিয় বন্ধুদের খুঁজে নিন এই সহজ ট্রিকের মাধ্যমে [৪টি সজহ ধাপ]

By ANINDITA SINHA
|

আপনি কি জানতে চান, হোয়াট্‌স-অ্যাপে কোন বন্ধুর সাথে আপনি সবথেকে বেশি চ্যাট করেন? সেই বন্ধুকে খুঁজে নিতে ও তার সাথে আদান-প্রদান করা চ্যাটের সংখ্যা জেনে নিতে, এখানে রইল এইটি ট্রিক। এখনই ট্রাই করে দেখুন!

হোয়াট্‌স-অ্যাপ অনেকগুলি ট্রিক নিয়ে এসেছে যেমন, “লাস্ট সীন” লুকিয়ে ফেলা, ফোন না ছুঁয়েই চ্যাট করা, টাইপ না করেই চ্যাট করা এবং এমনই আরো অনেক।

আমরা প্রায় সারা দিন ধরেই হোয়াট্‌স-অ্যাপে সক্রিয় থাকি, আর আমাদের নানান বন্ধুদের সাথে কথা বলি। যাইহোক, তবে আপনি কি জানেনে কার সাথে আপনি সবথেকে বেশি কথা বলেন?

এখানে রইল হোয়াট্‌স-অ্যাপের একটি হিডেন ফিচার যেটি দিয়ে আপনি জানতে পারবেন, কার সাথে আপনি সবথেকে বেশি বাক্যালাপ করেছেন। ট্রাই করে দেখুন।

#১ হোয়াট্‌স-অ্যাপ ওপেন করুন

#১ হোয়াট্‌স-অ্যাপ ওপেন করুন

হোয়াট্‌স-অ্যাপের আপডেটেড ভার্শন ডাউনলোড করুন ও হোয়াট্‌স-অ্যাপ ওপেন করুন।

#২ হোয়াট্‌স-অ্যাপ সেটিং-এ যান

#২ হোয়াট্‌স-অ্যাপ সেটিং-এ যান

হোয়াট্‌স-অ্যাপ ওপেন করে, ইউজারদের যেটা করতে হবে তা হল, সেটিংস-এ যেতে হবে এবং অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে।

#৩ হোয়াট্‌স-অ্যাপ স্টোরেজ ব্রেকডাউন চেক করতে হবে

#৩ হোয়াট্‌স-অ্যাপ স্টোরেজ ব্রেকডাউন চেক করতে হবে

অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে একটি লিস্ট খুলবে যার মধ্যে, ইউজারকে স্টোরেজ ইউসেজে ক্লিক করে, সব বন্ধুদের সাথে আদান-প্রাদান করা মোট ম্যাসেজের সংখ্যা দেখতে হবে।

#৪ এখন চেক করুন কার সাথে আপনি সবথেকে বেশি চ্যাট করেছেন

#৪ এখন চেক করুন কার সাথে আপনি সবথেকে বেশি চ্যাট করেছেন

স্টোরেজ অপশনে ক্লিক করে, ইউজার কেবলমাত্র চ্যাটের মোট সংখ্যাই চেক করতে পারেবেন তা নয় বরং ক্রমানুসারে মোস্ট > লিস্ট ম্যাসেজের ব্রেকডাউওনও দেখতে পাবেন।

ফিচারটির খামতিঃ

ফিচারটির খামতিঃ

হোয়াট্‌স-অ্যাপের এই স্টোরেজ ব্রেকডাউন ফিচারটি শুধুমাত্র আইওএস (iOS) ইউজাররাই ব্যবহার করতে পারবেন এবং হোয়াটস্‌-অ্যাপে কার সাথে সবথেকে বেশি চ্যাট করেছেন, এখনো পর্যন্ত অ্যানড্রয়েড ইউজাররা সেই ফিচারের সুযোগ নিতে পারবেন না।

Best Mobiles in India

English summary
WhatsApp has come up with very many tricks like to hide 'Last Seen', chat without touching the phone, chat without typing and several more. We are active on WhatsApp almost all day long, and talk to several of our friends, however, do you know whom do you talk to the most?

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X