এটাই বিশ্বের প্রথম ৫জি স্মার্টফোন

By Gizbot Bureau
|

শিঘ্রই বাজারে আসছে LG –র পরবর্তী ফ্ল্যাগশিপ V50 ThinQ। এই ফোনে থাকতে চলেছে ৫জি কানেক্টিভিটি। মার্কিন যুক্তরাষ্ট্রে স্প্রিন্ট ণেটওয়ার্কের সাথে হাত মিলিয়ে এই ফোন নিয়ে আসছে কোরিয়ার কোম্পানিটি। লঞ্চের পরে এটাই বিশ্বের প্রথম ৫জি বাণিজ্যিক স্মার্টফোন হতে চলেছে।

এটাই বিশ্বের প্রথম ৫জি স্মার্টফোন

সম্প্রতি LG V50 ThinQ ফোনের স্পেসিফিকেশান সামনে এসেছে। এই ফোনে থাকতে চলেছে লেটেস্ট Snapdragon 855 চিপসেট। এই চিপসেটে ৫জি কানিক্টিভিটি সাপোর্ট থাকছে। ২৪ ফেব্রুয়ারি লঞ্চ হবে LG V50 ThinQ।

LG V50 ThinQ স্পেসিফিকেশান

LG V50 ThinQ ফোনে থাকছে একটি ৬.৪ ইঞ্চি POLED ডিসপ্লে। এটি একটি কোয়াড এইচ ডি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে লেটেস্ট Snapdragon 855 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য এই ফোনে মোট পাঁচটি ক্যামেরা থাকছে। ফোনের পিছনে তিনটি ও সামনে দুটি ক্যামেরা ব্যবহার হয়েছে। পিছনে প্রাইমারি ক্যামেরার সাথেই থাকছে একটি টেলিফটো ক্যামেরা আর আর একটি ওয়াইড লেন্স। সেলফি ক্যামেরায় থাকছে একটি ওয়াইড লেন্স।

LG V50 ThinQ এর ভিতরে একটি 3500 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। কানেক্টিভিটির জন্য থাকছে wifi, Bluetooth, GPS আর USB Type-C পোর্ট। LG V50 ThinQ ফোনে চলবে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেম।

ইউনিবডি ডিজাইনে ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। সাথে থাকবে LED ফ্ল্যাশ। ফোনের পিছনে ক্যামেরার নীচেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। অর্থাৎ এই বছর বাজারে আসা অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতো LG V50 ThinQ ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না। সেলফি ক্যামেরায় একটি ওয়াইড লেন্স আর একটি RGB সেন্সার থাকছে। থাকছে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

Best Mobiles in India

Read more about:
English summary
Thanks to @evleaks, we have the first look at the official rendered image of the LG V50 ThinQ, the first flagship smartphone from LG with Qualcomm Snapdragon 855 SoC. According to the render, the LG V50 is most likely to go official on the 24th of February.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X