নোকিয়া ৯ এর হাত ধরে বাজারে আসবে প্রথম 5G স্মার্টফোন

|

যোগাযোগের দুনিয়ায় বিপ্লব নিয়ে আসতে চলেছে 5G। এখন বাজারে 4G জনপ্রিয় হলেও শিঘ্রই তা পুরনো হয়ে যাবে। তার জায়গাতে আসতে চলেছে নতুন 5G নেটওয়ার্ক। ইতিমধ্যেই সব বড় স্মার্টফোন কোম্পানি 5G ফোন তৈরীতে মন দিয়েছে। বাদ নেই নোকিয়া। আগামী বছর শুরুতেই বাজারে আসবে প্রথম 5G নোকিয়া স্মার্টফোন। নোকিয়াছাড়াও, এসুস, ওপ্পো, ওয়ানপ্লাস, ভিভো, সোনি সহ একাধিক স্মার্টফোন কোম্পানি ইতিমধ্যেই 5G স্মার্টফোণ তৈরী শুরু করেছে।

নোকিয়া ৯ এর হাত ধরে বাজারে আসবে প্রথম 5G স্মার্টফোন

5G চিপসেট তৈরী করছে জনপ্রিয় চিপসেট প্রস্তুতকারী সংস্থা কোয়ালকম। কোয়ালকম প্রধান জানিয়েছে ২০১৯ সালে বাজারে আসবে প্রথম 5G স্মার্টফোন। তিনি আরও জানিয়েছে যোগাযোগের দুনিয়ায় বিপ্লব আনবে 5G টেকনোলজি। ২০১৯ সালে একাধিক কোম্পানি তাদের প্রথম 5G স্মার্টফোন বাজারে আনবে। তবে প্রথম 5G স্মার্টফোন লঞ্চের দৌড়ে এগিয়ে রয়েছ নোকিয়া।

২০১৯ সালে নোকিয়া ফ্ল্যাগশিপ ফোনে 5G কানেক্টিভিটি থাকতে পারে। এছাড়াও ২০১৯ সালের প্রথমার্ধে লঞ্চ হবে প্রথম 5G ওয়ানপ্লাস স্মার্টফোন। ইতিমশ্যেই সেই কথা জানিয়েছে ওয়ানপ্লাস প্রধান। তবে আগামী বছর লঞ্চ হতে চলেছে পরবর্তী ফ্ল্যাগশিপ নোকিয়া ৯। আর এই ফোনের হাত ধরেই বিশ্বের মানুষ প্রথম 5G স্মার্টফোন দেখতে চলেছে।

বিভিন্ন সূত্র মারফৎ এই খবর পাওয়া গেলেও নোকিয়ায়র তরফ থকে এই বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে জানা গিয়েছে নোকিয়ায় ৯ ফোনের পিছনে থাকবে পাঁচটি রিয়ার ক্যামেরা। প্রসঙ্গত নোকিয়া ৯ ফোনের লঞ্চ পিছিয়ে দিয়েছে কোম্পানি। ফেব্রুয়ারিতে ২০১৯ মোবাইল কংগ্রেস ইভেন্টে লঞ্চ হবে নতুন নোকিয়া ৯।

5G নেটওয়ার্ক আর পেন্টা রিয়ার ক্যামেরার সাথেই নোকিয়া ৯ ফোনে থাকবে লেটেস্ট জেনারেশান স্ন্যাপড্রাগন চিপসেট আর বড় ব্যাটারি।

Best Mobiles in India

Read more about:
English summary
The Nokia 9 is tipped to be the world's first phone with a penta-lens camera system, and it could also be HMD's first 5G smartphone

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X