পুজোর আগে রাজ্যে লক্ষ্মী লাভ! বাংলায় বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট

|

পুজোর আগে রাজ্যে লক্ষ্মী লাভ! বাংলায় বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। অমিত মিত্র জানিয়ে দিলেন, ৬ মাসের মধ্যে রাজ্য বড়সড় বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। নদিয়ার হরিণঘাটায় লজিস্টিক হাব তৈরি করতে চলেছে এই সংস্থা। আর তা তৈরি করতে ইনস্টাকার্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করছে রাজ্য সরকার। আর এজন্যে হরিণঘাটায় ৩৫৮ একর জমির মধ্যে ১০০ একর জমি দিচ্ছে এই রাজ্য সরকার।

পুজোর আগে রাজ্যে লক্ষ্মী লাভ! বাংলায় বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট

শিল্পমন্ত্রী তথা অর্থমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই রাজ্যে ৯৫১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। ৬ মাস আগেই রাজ্যকে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল ফ্লিপকার্ট। ফ্লিপকার্টের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন মন্ত্রীরা। তারপরই সেই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। বিনিয়োগের জন্য ফ্লিপকার্টকে ১০০ একর জমি দেবে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

ফ্লিপকার্ট হরিণঘাটার ইন্ডাস্ট্রিয়াল হাব বেছে নিয়েছে। হরিণঘাটায় সাড়ে ৩৫০ একর জমি শিল্প কারখানার জন্য নির্দিষ্ট করে রেখেছে রাজ্য সরকার । সেই জমি থেকেই ১০০ একর দেওয়া হচ্ছে ই কমার্স সংস্থাটিকে। সেখানেই তৈরি হবে ফ্লিপকার্টের লজিস্টিক হাব। সংস্থাটির দাবি, এই হাবটি তৈরি হয়ে গেলে গোটা রাজ্যে মোট ১৮ হাজার ৩১০ জনের কর্মসংস্থান হবে।

জানা গিয়েছে, একাধিক জায়গা দেখার পর হরিণঘাটাকে চিহ্নিত করেছে সংস্থা। বর্তমান বাজারমূল্য ধরে ৬৩.৪৯ লক্ষ টাকায় প্রতি একর জমি দেবে রাজ্য। রাজ্য সরকার আশাবাদী ফ্লিপকার্টের এই লজিস্টিক হাব এর সৌজন্যে আগামী দিনে আরও একাধিক প্রকল্প চালু হবে হরিণঘাটায়।

ফ্লিপকার্টের প্রস্তাবটি শুধু রাজ্য মন্ত্রিসভায় পাশ হলেই শুরু হয়ে যাবে বিনিয়োগের প্রক্রিয়া। আগামী একমাসের মধ্যেই জমি হস্তান্তরের কাজও শুরু হয়ে যাবে। ৩ মাসের মধ্যে শুরু হয়ে যাবে কাজ। ই-কমার্স সংস্থাটির দাবি, দেড় বছরের মধ্যে শেষ হয়ে যাবে লজিস্টিক হাব তৈরির কাজ। রাজ্যে বিনিয়োগ আনতে ক্ষমতায় আসার পর থেকেই পরিশ্রম করে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে কর্মসংস্থান নিয়ে বিরোধীদের অভিযোগ দীর্ঘদিনের। পুজোর মুখো জোড়া বিনিয়োগের খবরে তাই বেশ খানিকটা স্বস্তিতে রাজ্য সরকার। বেশ কিছুদিন ধরেই রাজ্যে বিনিয়োগ টানতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। ফ্লিপকার্টের এই বিনিয়োগ প্রস্তাব তারই সাফল্য বলে মনে করা হচ্ছে।

Best Mobiles in India

Read more about:
English summary
Huge Investnments Just Before Durga Puja: Flipkart to invest over Rs 990 crore for logistics hub at West Bengal's Haringhata

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X