Amazon Prime কে টেক্কা দিতে ১৫ আগস্ট শুরু হবে Flipkart Plus

By GizBot Bureau
|

Amazon Prime কে চ্যালেঞ্জ জানাতে নতুন Flipkart Plus পরিষেবা চালু করবে জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট Flipkart। আগামী ১৫ আগস্ট থেকে এই পরিষেবা শুরু হবে। তবে Amazon Prime এ যেমন টাকা দিয়ে মেম্বারশিপ নিতে হয় Flipkart Plus এ মেম্বারশিপে কোন টাকা লাগবে না। Flipkart এর যে কোন গ্রাহককে পয়েন্টের উপরে বিভিন্ন ছাড় দেওয়া হবে।

Amazon Prime কে টেক্কা দিতে ১৫ আগস্ট শুরু হবে Flipkart Plus

Flipkart Plus মেম্বারদের Hotstar, Zomato, Makemytrip, Café Coffee Day এর মতো অন্য সার্ভিসে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে। যেমন ধরুন গ্রাহকের কাছে যথেষ্ট পয়েন্ট থাকলে বিনামূল্যে Hotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশান বিনামূল্যে পেয়ে যেতে পারেন। Flipkart Plus প্রোগ্রামে ক্রমশ নতুন অনলাইন সার্ভিস যোগ করতে থাকবে Flipkart।

“আমাদের প্ল্যাটফর্ম থেকে গ্রাহক কিছু কিনলেই নির্দিষ্ট পয়েন্ট পেয়ে যাবেন গ্রাহক। যত বেশি কেনাকাটা করবেন তত বেশি পয়েন্ট জিততে থাকবে। এই পয়েন্ট দিয়েই বিভিন্ন সার্ভিসে একাধিক ছাড় পেয়ে যাবেন।” বলে জানিয়েছেন Flipkart-এর বিজ্ঞাপন বিভাগের প্রধান সৌমান বিশ্বাস।

গত অক্টোবর মাসে প্রথম Flipkart Plus লঞ্চের খবর পাওয়া গিয়েছিল। তখন জানা গিয়েছিল Amazon Prime এর সাথে প্রতিযোগিতায় নতুন সার্ভিস লঞ্চ করবে Flipkart।

এই সার্ভিসের মাধ্যমে গ্রাহকের বিশ্বাসযোগ্যতা অর্জনে অনেকটাই এগিয়ে যাবে Flipkart। এর ফলে অনেক পুরনো গ্রাহক আবার ফিরে আসবেন জনপ্রিয় এই ইকমার্স ওয়েবসাইটে।

প্রসঙ্গত Amazon Prime সাবস্ক্রিপশানে বছরে ৯৯৯ টাকা খরচ হয়। এর ফলে গ্রাহকরা অতিরিক্ত ডিস্কাউন্ট, তাড়াতাড়ি ডেলিভারি ভিডিও ও মিউজিক স্ট্রিমিং সহ একাধিক সুবিধা পান।

জুলাই মাসে ভারতে লঞ্চ হওয়া সেরা পাঁচটি স্মার্টফোনজুলাই মাসে ভারতে লঞ্চ হওয়া সেরা পাঁচটি স্মার্টফোন

শহুরে ভারতে Amazon-এর একচেটিয়া দাপট কিছুটা কমাতে সাহায্য করবে নতুন Flipkart Plus সার্ভিস। মে মাসে Wallmart Flipkart কিনে নেওয়ার পরে কোম্পানির নতুন এই সার্ভিস গ্রাহকের মন জিততে পারে কী না তা জানার জন্য অপেক্ষা করে থাকতে হবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Flipkart Plus will be a no-subscription fee, points-based programme for regular customers of Flipkart

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X