চোখ রাখুন পুরনো ফোনের এই মিউজিয়ামে

By GizBot Bureau
|

রোজই নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে। আর সেই সব নতুন টেকনোলজির ফোনের খবর আপনারা Gizbot এর পেজে পেয়ে যান। আজকের এই খবর একটু আলাদা। কোন নতুন স্মার্টফোন নিয়ে লেখার জন্য এই প্রতিবেদন শুরু করিনি। বরং এই প্রতিবেদন দেড় হাজারেরও বেশি পুরনো ফোন নিয়ে। শুনতে অবাক লাগলেও সত্যি।

 
চোখ রাখুন পুরনো ফোনের এই মিউজিয়ামে

এই দেড় হাজার ফোন একটি মিউজিয়ামে স্থান পেয়েছে। স্লোভাকিয়ার এই মিউজিয়ামে পুরনো দিনের অসংখ্যা ফোন রয়েছে। এর মধ্যে কিছু ফোনের ওজন আজকের কনপিউটারের থেকেও বেশি। যখন সাধারন মধ্যবিত্তের মোবাইল ফোন ব্যবহারের সামর্থ ছিল না তখন বাজারে লঞ্চ হয়েছিল এই ফোনগুলি। বেশিরভাগ শিল্পপতিদের পকেট আর হলিউড সিনেমায় তখন মোবাইল ফোন দেখা যেত।

স্লোভাকিয়ার নাগরিক ২৬ বছর বয়সী স্টেফান পোলগারি বছর দুই আগে পুরনো স্মার্টফোন জমানোর কাজ শুরু করেন। অনলাইনে পুরনো এক ঝাঁক পুরনো স্মার্টফোন কিনে প্রথম এই নেশা তার মাথায় চাপে। এখন তার কাছে ১,৫০০ টি আসল মোবাইল ও ৩,৫০০ টি রেপলিকা রয়েছে।

 

স্লোভাকিয়ায় ছোট্ট এক শহর দবসিনাতে নিজের বাড়ির দুটি ঘড় জুড়ে এই মিউজিয়াম তৈরী করেছেন স্টেফান। ২০১৬ সালে এই মিউজিয়ামের উদ্বোধন হয়। এই মিউজিয়ামে গ্রমণ করতে হলে তাঁর কাছে অনুমতি নিয়ে সেখানে পৌঁছে যেতে হবে।

এই কালেকশানে অন্যতম জনপ্রিয় Nokia 3310 ফোনটি। সম্প্রতি নতুন রূপে এই ফোন লঞ্চ হয়েছে। এর সাথেই তার মিউজিয়ামে রয়েছে Siemens S4। ২৩,০০০ স্লোভাক করুনা দিয়ে এই ফোন কিনেছেন স্টেফান। যা তার মাসিক আয়ের দ্বিগুন। প্রসঙ্গত এই ফোনগুলি থেকে এখনো দিব্যি ফোন করা যাচ্ছে।

এতো ফোনের মধ্যে কোন ফোনটি তাঁর সবথেকে পছন্দের প্রশ্ন করলে স্টেফান বলেন, “কোনটা সবথেকে পছন্দের বলা মুশকিল।” একটু সময় নিয়ে তিনি বলেন, “সম্ভবত Nokia 350i স্টার ওয়ার এডিশান।” এতো সব পুরনো ফোন সংগ্রহ করলেও দৈনন্দিন জীবনে একটি iPhone ব্যবহার করেন স্টেফান পোলগারি।

বন্ধ হয়ে যাওয়ার পরে Yahoo Messenger এর চ্যাট হিস্ট্রি ডাউনলোড করবেন কীভাবে?বন্ধ হয়ে যাওয়ার পরে Yahoo Messenger এর চ্যাট হিস্ট্রি ডাউনলোড করবেন কীভাবে?

Best Mobiles in India

Read more about:
English summary
The collection includes the Nokia 3310 and a 20-year old, brick-like Siemens S4 model, which cost more than twice the average monthly wage in Slovakia when it came out.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X