মাত্র ৯ টাকায় কেনা যাবে এলপিজি সিলিন্ডার, কীভাবে?

By Gizbot Bureau
|

সম্প্রতি রান্নার গ্যাসের দাম এক লাফে অনেকটা বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে একটি এলপিজি সিলিন্ডার কিনতে প্রায় ৮০০ টাকা খরচ হয়। আর মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দিয়ে বিশেষ অফার নিয়ে এসেছে পেটিএম। জনপ্রিয় এই পেমেন্ট অ্যাপ নিয়ে এসেছে বিশেষ এক অফার। এই অফারে আপনি অনেকটা কম দামে কিনতে পারবেন রান্নার গ্যাসের সিলিন্ডার। যদিও এই অফারের সুবিধা নিতে রয়েছে কিছু শর্ত, জেনে নিন।

মাত্র ৯ টাকায় কেনা যাবে এলপিজি সিলিন্ডার, কীভাবে?

সম্প্রতি প্রকাশিত এই রিপোর্টে জানানো হয়েছে ৮০৯ টাকা দামের রান্নার গ্যাস মাত্র ৯ টাকায় গ্রাহককে কেনার সুযোগ করে দিচ্ছে পেটিএম। ক্যাশ ব্যাকের মাধ্যমে এই অফারের সুবিধা পাবেন গ্রাহক। অর্থাৎ এলপিজি সিলিন্ডার বুক করলে পেটিএমে মিলবে ৮০০ টাকা ক্যাশ ব্যাক।

এই অফারের সুবিধা নিতে পেটিএম অ্যাপ ওপেন করে এলপিজি সিলিন্ডার বুক করতে হবে। বুকিং শেষ হলে অফার বিভাগে গ্রাহকের জন্য একটি স্ক্র্যাচ কার্ড অপেক্ষ করবে। এই কার্ড স্ক্র্যাচ করলে ৮০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়া যাবে।

অন্তত ৫০০ টাকা কেনাকাটায় এই অফারের সুবিধা মিলবে। স্ক্র্যাচ করার পরে ১০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাবেন গ্রাহক।

৩১ মে পর্যন্ত এই অফার চলবে। স্ক্র্যাচ কার্ড পাওয়ার ৭ দিনের মধ্যে তা স্ক্র্যাচ করতে হবে। নাহলে সেই কার্ড অবৈধ হয়ে যাবে।

এছাড়াও যাতা পেটিএম ব্যবহার করে প্রথমবার এলপিজি সিলিন্ডার বুক করছেন শুধুমাত্র সেই গ্রাহকদের জন্যই এই অফার প্রযোজ্য হবে। এলপিজি সিলিন্ডার বুক করলে নিজে থেকেই এই স্ক্র্যাচ কার্ড আপনার অ্যাকাউন্টের রিওয়ার্ড বিভাগে চলে আসবে। এর পরে ৭ দিনের মধ্যে সেই কার্ড স্ক্র্যাচ করতে হবে আপনাকে।

Best Mobiles in India

Read more about:
English summary
Get LPG Gas Cylinder For Just Rs. 9 With These Simple Steps

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X