অর্থাৎ ফোনের সামনে ও পিছনে দুই দিকেই থাকবে ডুয়াল ক্যামে সেট-আপ। ইতিমধ্যেই চারটি ক্যামেরার ফোন লঞ্চ করেছে হনর। এবার সেই পথে পা মেলাতে চলেছে আর এক চীনা স্মার্টফোন ব্র্যান্ড জিওনি।নতুন Gionee S11 -এ থাকবে ডুয়াল ফ্রন্ট ও ডুয়াল রিয়ার ক্যামেরা। টুইটারে এই কথা জানিয়েছে কোম্পানি। আরও জানানো হয়েছে খুব শিঘ্রই লঞ্চ হতে চলেছে এই ফোন।
২০১৭ সালটি ছিল বেজেললেস ডুয়াল ক্যামেরা ফোনের বছর। এবার নতুন সব ফোনেই দেখা যাবে ছোট বেজেল। কিন্তু ডুয়াল ক্যামেরা হয়ত আর বেশিদিন থাকবে না। এবার হয়তো বাজার দখল করতে পারে কোয়াড ক্যামেরা স্মার্টফোন।
অর্থাৎ ফোনের সামনে ও পিছনে দুই দিকেই থাকবে ডুয়াল ক্যামে সেট-আপ। ইতিমধ্যেই চারটি ক্যামেরার ফোন লঞ্চ করেছে হনর। এবার সেই পথে পা মেলাতে চলেছে আর এক চীনা স্মার্টফোন ব্র্যান্ড জিওনি।
নতুন Gionee S11 -এ থাকবে ডুয়াল ফ্রন্ট ও ডুয়াল রিয়ার ক্যামেরা। টুইটারে এই কথা জানিয়েছে কোম্পানি। আরও জানানো হয়েছে খুব শিঘ্রই লঞ্চ হতে চলেছে এই ফোন।
দেখে নিন Xiaomi Redmi Note 5 -এর দাম
যদিও কোম্পানির তরফে এই ফোন সম্পর্কে কোন কিছুই বিশদে জানানো হয়নি। কিন্তু রিপোর্ট বলছে Gionee S11 এর দাম হবে ২০ হাজার টাকার আশেপাশে।
ফোনে রয়েছে গ্লাস বডি, সাথে ডিসপ্লের চারদিকে আছে পাতলা বেজেল। ৫.৯৯ ইঞ্চি ডিসপ্লের এই ডিসপ্লের রেসোলিউশান 2,160×1,080 পিক্সেলস। ফোনের ভিতরে রয়েছে MediaTek's Helio P23 প্রসেসার সাথে 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ।
ফোনের মূল আকর্ষন অবশ্যই ফোনের ক্যামেরা। Gionee S11 এর সামনে রয়েছে 16MP ও 8MPডুয়াল ক্যামেরা। এছাড়াও ফোনের পিছনে রয়েছে 16MP ও 5MP ডুয়াল ক্যামেরা। সাথে রয়েছে LED ফ্ল্যাশ।
ফোনের ব্যাটারি 3,410mAh আর অপারেটিং সিস্টেম Android 7.1 Nougat। এছাড়াও এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS, dual SIM, 3.5 mm হেডফোন জ্যাক, micro USB পোর্ট আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
Gizbot - আপনাকে নটিফিকেশন পাঠাতে চায়. Subscribe to Bengali Gizbot.