আইইউসি চার্জ প্রসঙ্গে জিও গ্রাহকদের জন্য রইল সুখবর

By Gizbot Bureau
|

সম্প্রতি আইইউসি বা ইন্টারকানেক্ট ইউজেজ চার্জ ঘোষণা করেছে জিও। এর পর থেকেই আবার সংবাদের শিরোনামে মুকেশ আম্বানির কোম্পানি। যেখানে ব্যবহারকারীদের অন্য নেটওয়ার্কে কল করতে প্রতি মিনিটে অতিরিক্ত পয়সা দিতে হবে। কিন্তু জিও নয়, এই অতিরিক্ত মূল্য নির্ধারন করেছে টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া। যা ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত কার্যকর হবে।

আইইউসি চার্জ প্রসঙ্গে জিও গ্রাহকদের জন্য রইল সুখবর

2020 সালের জানুয়ারি থেকে আইইউসি চার্জ উঠে যাবে। এর প্রধান কারন কারণ বেশিরভাগ ভয়েস কলগুলি ভিওএলটিই প্রযুক্তি ব্যবহার করে হবে। গত কয়েক বছরে এই চার্জ বাবদ অন্য কোম্পানিগুলিকে মোট ১৩,৫০০ টাকা দিয়েছে জিও। আইইউসি হিসাবে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া এবং অন্যান্য নেটওয়ার্ক সরবরাহকারীদের এই টাকা দিয়েছে মুম্বাইয়ের কোম্পানিটি।

ভাল খবর

যে সব জিও গ্রাহক ৯ অক্টোবর বা তার আগে প্ল্যান রিচার্জ করেছে সেই গ্রাহকদের যতদিন প্ল্যান ভ্যালিড থাকবে ততদিন আইইউসি চার্জ দিতে হবে না। অন্যদিকে যে সব্ জিও গ্রাহক ১০ অক্টোবর বা তার পরে প্ল্যান রিচার্জ করেছেন বা করবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত সেই সব গ্রাহককে অন্য নেটওয়ার্কে কল করতে প্রতি মিনিটে ৬ পয়সা আইইউসি চার্জ দিতে হবে। এই কারনে চারটি নতুন টপ আপ নিয়ে এসেছে জিও।

এর ফলে যে সব গ্রাহক লম্বা ভ্যালিডিটিত প্ল্যান রিচারর করে রেখেছেন তাদের এই ঝামেলায় পড়তে হবে না। যেমন ধরুন, আমি একটি বার্ষিক প্ল্যানে সাবস্ক্রাইব করেছি এবং সেই প্ল্যান ২৪ শে জুন, ২০২০ অবধি বৈধ। তাহলে আমাকে নতুন আইইউসি চার্জ দিতে হবে না।

যদিও সব গ্রাহক বিনামূল্যে ইনকামিং কল, জিও নেটওউয়ার্কে আউটগোইং কল আর বিনামূল্যে ল্যান্ডলাইন নম্বরে কল করতে পারবেন।

আইইউসি চার্জের জন্য চারটি নতুন টপ আপ প্ল্যান নিয়ে এসেছে জিও। ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা আর ১০০ টাকা টপ আপ প্ল্যান রিচার্জ করা যাবে। এই প্ল্যানগুলির সাথে নির্দিষ্ট পরিমান অউটগোইং কল মিনিট আর অতিরিক্ত ডেটা পাওয়া যাবে।

পোস্টপেড গ্রাহকরা অন্য নেটওয়ার্কে কল করলে প্রতি মিনিটে ৬ পয়সা হারে মাসিক বিলে যোগ হবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Good news for Jio users. As the new IUC charges are applicable for those who make a recharge on or after October 10th. Those who already have an active plan need not pay any charges to make outgoing calls to other networks.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X