Just In
Don't Miss
ন্টারনেট কানেকশন ছাড়াই গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করবেন কীভাবে? দেখে নিন
শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য নতুন এক ফিচার নিয়ে এল গুগল। সম্প্রতি শুধুমাত্র ভারতের জন্য একাধিক নতুন ফিচার নিয়ে এসেছে গুগল। এর মধ্যে অন্যতম এই ফিচারে ভোডাফোন আইডিয়া গ্রাহকরা ইন্টারনেট কানেকশন ছাড়াই একটি নম্বরে ডায়াল করে ফোন থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। এই নম্বরে ফোন করতে কোন খরচ হবে না। ফোন করে আবহাওয়া ক্রিকেট স্কোর সহ বিভিন্ন প্রশ্ন করা যাবে।
গুগ্ল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে ভোডাফোন আইডিয়া গ্রাহকদের ০০০৮০০৯২৯২০০০ নম্বরে ফোন করতে হবে। আপাতত হিন্দি আর ইংরাজী ভাষায় এই সার্ভিস কাজ করবে। গুগল জানিয়েছে আপাতত শুধুমাত্র ভোডাফোন আইডিয়া গ্রাহকরা এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
একই ইভেন্টে ভারতের গ্রাহকদের জন্য একগুচ্ছ নতুন সুবিধা নিয়ে এসেছে গুগল। ইভেন্ট থেকেই গুগল পে পেমেন্ট সার্ভিস নতুন ফিচার নিয়ে এল সার্চ ইঞ্জিন কোম্পানিটি। এবার গুগল এর পেমেন্ট অ্যাপ থেকে এন্ট্রি লেভেল জব সার্চ করা যাবে। গুগল সার্চে যে চাকরির খবর পাওয়া যায় তার থেকে আলাদা কাজ করবে এই ফিচার। রিটেল, হসপিটালিটি আর অন ডিমান্ড সার্ভিসের চাকরির খবর পাওয়া যাবে গুগল পে থেকে।
থার্ড পার্টি সার্ভিস ২৪সেভেন এর সাথে হাত মিলিয়ে রিটেল স্পেসে চাকরির খঁজ দেবে গুগল পে। অন ডিমান্ড সার্ভিসে কাজের জন্য সুইগি, ডুনজো এর মতো কোম্পানিগুলির সাথে হাত মিলিয়েছে গুগল। কয়েক দিনের মধ্যেই গুগল নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ে আসবে। সেখানে যে কোন কোম্পানি চাকরির আবেদনের জন্য পোস্ট করতে পারবে।
এছাড়াও বিল পেমেন্টে গুগল পে তে নতুন ফিচার যোগ হয়েছে। এতদিন গুগল পে থেকে শুধুমাত্র ইউপিআই পদ্ধতিতে বিল পেমেন্ট করা যেত। এবার ডেবিট ও ক্রেট কার্ড ব্যবহার করেও গুগল পে থেকে বিল পেমেন্ট করা যাবে।
তবে বিল পেমেন্টের সময় ভেন্ডরকে কার্ড নম্বর দেবে না গুগল। পরিবর্তে একটি টোকেন নম্বর ব্যবহার হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভিসা অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড, এইচডিএফসি কার্ড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে গুগল পে থেকে বিল পেমেন্ট করা যাবে। কয়েক দিনের মধ্যেই রু পে ও মাস্টার কার্ড ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে বিল পেমেন্ট করা যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190