বায়ু দূষণের মাত্রাও দেখাবে গুগল আর্থ

By Sabyasachi Chakraborty
|

শুধু যে বিশ্বের আনাচকানাচেই গুগল আর্থের নজর তা নয়, এবার প্রকৃতি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার ব্যবস্থা করছে গুগল। প্রকৃতিগত প্রযুক্তি নিয়ে কাজ করে চলা সংস্থা Aclima-র সঙ্গে হাত মিলিয়েছে গুগল। ক্যালিফোর্নিয়ায় বায়ু দূষণের পরিমাণ কতখানি, এবার সেদিকে নজরদারি চলবে। কেমনতর নজরদারি, তার দেখা মিলবে গুগল আর্থে।

বায়ু দূষণের মাত্রাও দেখাবে গুগল আর্থ

স্যান ফ্র্যান্সিসকো বে এলাকা, লস এঞ্জেলেস এবং সেন্ট্রাল ভ্যালির একদম কোনায় কোনায় বায়ু দূষণের ওপর নজর রাখবে এই দুই সংস্থা। ৪ হাজার ঘণ্টা ধরে ১ লক্ষ মাইলের ওপর চলবে এই নজরদারী। Google Street View cars প্রযুক্তির সহায়তা নেওয়া হবে এক্ষেত্রে।

গুগল আর্থের আউটরিচ প্রোগ্রাম ম্যানেজার কেরিন টুকেন বেটম্যান জানিয়েছেন, বায়ুর স্বচ্ছতা নিয়ে যাঁরা কাজ করেন বা বিজ্ঞানীরা এই তথ্য হাতে পেলে উপকৃত হবেন। তাঁরাই সরকার, প্রশাসনকে সতর্ক করতে পারবেন বা এর সমাধানসূত্র বের করতে পারেন।

ক্যারেক্টার লিমিট বাড়িয়ে ২৮০ করল ট্যুইটার: তবে সবার জন্য নয়ক্যারেক্টার লিমিট বাড়িয়ে ২৮০ করল ট্যুইটার: তবে সবার জন্য নয়

এই পরিমাণ ও তথ্য, বায়ু দূষণের কারণ হিসেবে এলাকার ট্রাফিক পরিস্থিতি, আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখবে। কেরিনের মতে, এই তথ্য হাতে পেলে আরও ভালভাবে দূষণ মোকাবিলা সম্ভব।

দুই সংস্থা মিলে যা যা ডেটা সংগ্রহ করছে, বিজ্ঞানীরা যাতে তার সবটা পান, সেই সব বন্দোবস্ত রাখা হচ্ছে।

তবে আপাতত ক্যালিফোর্নিয়াতেই এই কাজ শুরু হলেও, আগামীদিনে আরও বিভিন্ন এলাকায় এই কাজ চলবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Google has joined hands with environmental technology company Aclima to map air pollution levels on Google Earth.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X