প্রোফাইল পিকচার এবার অ্যানিমেশনে আনতে চাইছে গুগল

By Sabyasachi Chakraborty
|

সম্প্রতি একটা পেটেন্ট পেয়েছে গুগল। বেসিক আর কুল একটা পেটেন্ট। আর সেই পেটেন্টে থাকছে "animated user identifiers. কেউ যদি ভিডিও বা ভয়েজ কল করেন, সেলফি ক্যামেরায় এই সিস্টেম তার ছবি তুলে নেয়। ছবি অ্যানিমেশন করে দেয়। পাঠিয়ে দেয় রিসিভারকে।

প্রোফাইল পিকচার এবার অ্যানিমেশনে আনতে চাইছে গুগল

আর সেই অ্যানিমেশন কনট্যাক্টে, চ্যাট অ্যাপসের মতো বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন আপনি। ইউজারকের আইডেন্টিটি যাতে আরও ভাল হয়, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই কাজ করছে গুগল। ২০১৬ সালে একটা পেটেন্ট এনেছিল গুগল, এটাও সেই ধাঁচের। গুগলের ভিডিও কলিং অ্যাপ ডুয়োতে তা বেশ কাজে লাগত।

রিসিভ করার আগেই কে কল করছে তাঁকে দেখা যেত ডুয়োতে।এই আইডেন্টিফিকেশন যাতে আরও ভাল হয়, সে কারণেই এই নতুন উদ্যোগ.

তবে এই পেটেন্ট ফাইল হয়েছে মানেই আমাদের হাতে তা আসবে সেটা নয়। গুগল বা অ্যাপলের মতো সংস্থা এরকম গুচ্ছের পেটেন্ট আনে, যা হয়ত শেষ পর্যন্ত আর বাজারে আনা হয় না। তবে এই পেটেন্ট সম্ভবত Android P-তে মিলতে পারে।

এছাড়াও নেক্সট জেন গুগল গ্লাসের একটি পেটেন্ট ফাইল করছে গুগল। এর আগেরটা ভাল ছিল, কিন্তু এবার লুকসে আরও গুরুত্ব দেওয়া হয়েছে। নর্মাল লুকস, কিন্তু কাজ তুখোর।

সাধারণ চশমার মধ্যেই ওয়্যারিং করেছে গুগল। ইমেজ আর টেস্কট তো থাকছেই, কিন্তু এই টেকনোলজি এমনি সাধারণ লুকসের মধ্যেই কীভাবে রাখা যেতে পারে, তা নিয়ে কাজকর্ম চলছে। সাধারণ চশমা। কিন্তু সেটি যে অসাধারণ। সেটা গুগল বোঝাতে চাইছে না। তাই ফ্রেম আর কাঁচের মধ্যেই যত কারিকুরি থাকবে।

আর বাকি যা কিছু তা চশমার ডাঁটিতে থাকবে। এ পেটেন্টের নাম দেওয়া হচ্ছে side-pods. একস্ট্রা কিছু থাকবে তাতে। ইয়ারপিসের কাজও হবে। এছাড়াও থাকবে ছোট্ট মাইক্রোফোন। এবং ইন্টিগ্রেটেড টাচপ্যাড।

এবার গুগুলে প্রাইভেসি নিয়ে প্রশ্ন তুললো টয়োটাএবার গুগুলে প্রাইভেসি নিয়ে প্রশ্ন তুললো টয়োটা

Best Mobiles in India

Read more about:
English summary
Google has been awarded a patent that shows a method of generating "animated user identifiers."

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X