ছবি তুলতে দিলেই ৫ ডলার দিচ্ছে গুগল

By Gizbot Bureau
|

পিক্সেল ৪ ফোনের জন্য পরবর্তী প্রজন্মের ফেসিয়াল রিকগনিশান প্রযুক্তি তৈরী করছে গুগল। আর সেই গবেষণার কাজে তথ্য সংগ্রহের জন্য সম্পূর্ণ নতুন পদ্ধতি নিল মার্কিন কোম্পানিটি। সার্চ ইঞ্জিন কোম্পানির কর্মীরা নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে মানুষের মুখের ছবি তুলছেন। এর জন্য যে মানুষের ছবি তুলছেন তাকে ৫ ডলার দেওয়া হচ্ছে। তবে ছবি তোলার আগে যার ছবি তোলা হচ্ছে তার মনুমতি নিচ্ছেন গুগল কর্মীরা। নিউ ইয়র্ক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক শহরে ফেসিয়াল তথ্য সংগ্রহের কাজ চলছে।

ছবি তুলতে দিলেই ৫ ডলার দিচ্ছে গুগল

নতুন এই ফেস রিকগনিশান প্রযুক্তিতে পিক্সেল ৪ ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে। ২০১৯ সালের শেষে লঞ্চ হবে গুগল এর পরবর্তী পিক্সেল ফোন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে সেই দেশের রাস্তায় দাঁড়িয়ে গুগল কর্মীরা সাধারন মানুষের মুখের তথ্য সংগ্রহ করছেন।

রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে তাদের মুখের ছবি তোলার আগেদন জানাচ্ছেন কোম্পানির কর্মীরা। কর্মীরা সাধারন মানুষকে জানাচ্ছেন, পরবর্তী প্রজন্মের ফেসিয়াল রিকগনিশান প্রযুক্তি তৈরীর উদ্দেশ্যে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোথায় এই তথ্য ব্যবহার হবে তা জানায়নি গুগল কর্মীরা। তবে টেক গুরুরা মনে করছেন পিক্সেল ৪ ফোনের ফেস আনলকে ব্যবহার হবে নতুন এই প্রযুক্তি।

কোন ব্যক্তি নিজের মুখের ছবি তোলার অনুমতি দিলে চারপাশ থেকে ঢাকা একটি ফোনের সেলফি ব্যবহার করে সেই মানুষের মুখের ছটি ছবি তুলছেন গুগল কর্মী। বিভিন্ন দিক থেকে সেই মানুষের মুখের ছবি তোলা হচ্ছে। বিনিময়ে ৫ শলার অ্যামাজন অথবা স্টারবাক্স গিফট কার্ড দিচ্ছেন গুগল কর্মী।

এই রকম ছবি তোলা হয়েছে এমন এক ব্যক্তি জানিয়েছেন প্রায় ৫ মিনিটের বেশি সময় ধরে বিভিন্ন দিক থেকে তার মুখের ছবি তুলেছেন এক ব্যাক্তি। একাধিক মার্কিন শহরেই চলছে এই তথ্য সংগ্রহের কাজ।

Best Mobiles in India

Read more about:
English summary
Google Is Collecting Face Data In Exchange For $5 Gift Card

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X