পডকাস্ট প্রেমীদের জন্য নতুন অ্যাপ লঞ্চ করল গুগল

By GizBot Bureau
|

পডকাস্ট শোনার জন্য অ্যানড্রয়েডে নতুন অ্যাপ লঞ্চ করল গুগল। নতুন এই অ্যাপ এর নাম গুগল পডকাস্ট। নতুন এই অ্যাপ আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড ডিভাইসেই পাওয়া যাবে। পরে iOS এও লঞ্চ হবে এই অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে অ্যানড্রয়েড গ্রাহকরা এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

পডকাস্ট প্রেমীদের জন্য নতুন অ্যাপ লঞ্চ করল গুগল

যদিও গুগল পডকাস্ট কোন সম্পূর্ণ অ্যাপ্লিকেশান নয়। এই অ্যাপ এর শর্টকাটের মাধ্যমে গুগল অ্যাপ এর বিভিন্ন পেগে নেভিগেট করা যায়। প্রসঙ্গত ২০১৬ সালে গুগল অ্যাপ এর মধ্যেই পডকাস্ট ঢুকিয়ে দিয়েছিল মাউন্টেনভিউ এর এই টেক জায়েন্ট। পরে প্লে মিউজিক অ্যাপ এ তা পাঠিয়ে দেওয়া হয়।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে গুগল অ্যাপ আপডেট হলে পডকাস্ট ব্যাবহারের অভিজ্ঞতাতেও উন্নতি হবে। এই অ্যাপ এর হোম স্ক্রিনে ইউজারের সাবস্ক্রাইব করা সব পডকাস্ট একসাথে দেখা যাবে। এর উপরে ট্যাপ করলে বিভিন্ন এপিসোড দেখা যাবে। একই সাথে চলে আসবে ডাউনলোডের অপশান। এছাড়াও আপনার ডিভাইসের স্টরেজ খালি করার জন্য পুরনো এপিসোড নিজে থেকেই ডিলিট করে দেবে এই অ্যাপ। ডাউনলোড করার কতদিন পরে কোন পডকাস্ট ডিলিট হবে তা ঠিক করে দিতে পারবেন গ্রাহকরা।

এছাড়াও এই অ্যাপ এ 'For You’ নামে একটি বিভাগ রয়েছে। এখানেই নতুন সব এপিসোড এক জায়গায় দেখা যাবে। এছাড়াও ট্রেন্ডিং ও টপ পডকাস্ট বিভাগ থাকবে এই অ্যাপ এ।

আপনার আগের শোনা পডকাস্ট থেকে আই অ্যাপ এর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স আপনাকে নতুন পডকাস্টের সন্ধান দেবে। এর ফলে আপনার দারুন পডকাস্ট শোনার অভিজ্ঞতা হবে।

এর সাথেই গুগল লঞ্চ করেছে 'Google Podcasts creator program’। অ্যাপ এর মধ্যে নিজের গল্প বলার জন্য এই ফিচার লঞ্চ করা হয়েছে। এছাড়াও গুগল পডকাস্টে খুব শিঘ্রই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে অটোমেটিক সাব টাইটেল দেখা যাবে।

এবার Android ও iPhone এ বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপএবার Android ও iPhone এ বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ

Best Mobiles in India

Read more about:
English summary
Google has launched a new app for those who love listening to podcasts.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X