খেতে ভালোবাসেন? আপনার জন্য নতুন ফিচার নিয়ে হাজির গুগল ম্যাপস

By Gizbot Bureau
|

এবার অনলাইন ফুড সার্ভিসের সাথে সরাসরি প্রতিযোগিতায় নামলো গুগল। এতদিন দিরেকশান ও নেভিগেশানের জন্যই বিখ্যাত ছিল গুগল ম্যাপস। এবার গুগল ম্যাপসের নতুন ট্যাবে বিখ্যাত রেস্টুরেন্টের খাবারের মেনু দেখা যাবে। ইতিমধ্যেই পরীক্ষামুলকভাবে এই ফিচার শুরু হয়েছে। মেনুর সাথেই খাবারের ছবই দেখাবে গুগল ম্যাপস।

খেতে ভালোবাসেন? আপনার জন্য নতুন ফিচার নিয়ে হাজির গুগল ম্যাপস

'পপুলার ডিশেশ’ নামে একটি নতুন বিভাগ শুরু হয়েছে গুগল ম্যাপসে। এখানে রিভিউ এর বিচারে সেরা খাবারগুলি দেখানো হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে মেটেরিয়াল ডিজাইনে থিম কার্ডের মধ্যে এই মেনুগুলি দেখাচ্ছে গুগল ম্যাপস। সেখানে যে কোন খাবারের ছবি ও বিবরন পাওয়া যাবে। তবে এই সব তথ্য গ্রাহকের রিভিউ থেকে নেওয়া হয়েছে। যেহেতু বমানুষের কাছ থেকে নেওয়া তথ্য ব্যবহার করে এই পরিষেবা শুরু করেছে তাই এই সব তথ্যি এডিট করা যাবে।

আর্টিভফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে সব রিভিউ স্ক্যান করে এই পরিষেবা শুরু করেছে গুগল। এখানে গুগল ম্যাপসের সব রিভিউ কম্পিউটারের আর্টিফিশিয়াল স্ক্যান করে তা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছে। এই পরিষেবা শুরু হলে আশেপাশে ভালো খাবার কী আছে তা জানার কাজ সহজ হবে। একই সাথে খাবার সংক্রান্ত অন্যান্য ফিচারও যোগ হতে পারে গুগল ম্যাপসে।

শিঘ্রই ডেভেলপারদের সম্মেলন শুরু করছে গুগল। সেখানে এই ফিচার নিয়ে বিস্তারে জানাতে পারে গুগল। ৭ মে থেকে ৯ মে ক্যালিফোর্নিয়ায় এই ইভেন্ট অনুষ্ঠিত হবে।

সম্প্রতি স্পিড ক্যামেরা ও ট্রাফিক স্লো ডাউন লাইভ নোটিফিকেশান দিতে শুরু করেছিল গুগল ম্যাপস। এর ফলে যাত্রা আরও সুগনম, হয়েছে। এবার খাদ্যরসিক বাঙালির জন্য কাছের রেস্টুরেন্টের মেনু দেখিয়ে গ্রাহকের আরও কাছে পৌঁছাতে চাইছে গুগল ম্যাপস।

Best Mobiles in India

Read more about:
English summary
Google Maps adding 'Popular Dishes feature', here's what it means

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X