শহরে কোথায় সাইকেল ভাড়া পাওয়া যাচ্ছে? জানিয়ে দেবে গুগল ম্যাপস

By Gizbot Bureau
|

সম্প্রতি গুগল ম্যাপসে যোগ হচ্ছে একের পর এক নতুন ফিচার। এবার আরও একটি নতুন ফিচার যোগ হল জনপ্রিয় এই নেভিগেশন সার্ভিসে। নতুন ফিচারে কাছাকাছি কোথায় সাইকেল ভাড়া পাওয়া যাচ্ছে জানা যাবে। পশ্নিমে বিভিন্ন শহরে সাইকেল ভাড়া দেওয়ার জন্য রাস্তা পাশে ডক থাকে। কাছাকাছি কোথায় এই ধরনের ডক পাওয়া যাবে তা জানিয়ে দেবে গুগল ম্যাপস।

শহরে কোথায় সাইকেল ভাড়া পাওয়া যাচ্ছে? জানিয়ে দেবে গুগল ম্যাপস

গত বছর নিউ ইয়র্ক শহরে এই পরিষেবা পরীক্ষামুলকভাবে শুরু করেছিল গুগল ম্যাপস। এবার বার্সেলোলা, বার্লিন, ব্রাসেলস, বুদাপেস্ট, শিকাগো, লন্ডন, লস এঞ্জালেস শহরে এই পরিষেবা শুরু হয়েছে। বৃহস্পতিবার 'দ্য ভার্জ’ এ প্রকাশিত এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে।

আপাতত অ্যানডয়েড ও আইওএস অ্যাপ থেকে গুগল ম্যাপস এর নতুন এই ফিচার ব্যবহার করা যাবে।

প্রথম ফিচারটি ভারতে না এলেও সম্প্রতি ভারতের জন্য একের পর এক নতুন ফিচার নিয়ে এসেছে গুগল ম্যাপস। গত মাসেই বিভিন্ন রেস্টূরেন্টে কোন মেনু বেশি জনপ্রিয় তা দেখাতে শুএরু করেছিল ম্যাপস। এর পরেই খাদ্যরসিকদের জন্য আরও একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছিল জনপ্রিয় এই নেভিগেশন সার্ভিস।

আশেপাশে কোন রেস্টূরেন্টে ছাড় পাওয়া যাবে তা জানিয়ে দেবে গুগল ম্যাপস। অ্যাপ এ 'এক্সপ্লোর’ ট্যাবের মধ্যে 'অফার’ জানে নতুন একটি বিভাগ শুরু হয়েছে। আপাতত শুধুমাত্র ভারতে এই ফিচার কাজ করবে। ইতিমধ্যেই গোটা দেশের ১১ টা শহরে এই ফিচার চালু হয়েছে।

তবে আপাতত অফার দেখা গেলেও শিঘ্রই গুগল ম্যাপস থেকে রেস্টূরেন্ট বুক করা যাবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই জন্য দিল্লির এক স্টার্ট আপ কোম্পানির সাথে হাত মিলিয়েছে গুগল। প্রায় পাঁচ বছর ধরে দিল্লি থেকে কাজ করছে এই স্টার্ট আপ।

Best Mobiles in India

English summary
Google Maps Might Soon Showcase Bike Sharing Stations

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X