Just In
দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা বেঁধে দিল গুগল পে
ভারতের জনপ্রিয়তম ইউপিআই অ্যাপগুলির মধ্যে অন্যতম গুগল পে। বিগত কয়েক বছরে বিপুল সংখ্যক গ্রাহক এই অ্যাপ ব্যবহার শুরু করেছেন। খুব সহজেই এই অ্যাপের ইউজার ইন্টারফেসের সঙ্গে অভ্যস্ত হওয়া যায়। এছাড়াও আর্থিক লেনদেনের সঙ্গে রয়েছে আকর্ষণীয় ক্যাশ-ব্যাক। ফলে অনেকেই অনলাইন লেনদেনের জন্য গুগলের এই অ্যাপকে বেছে নেন। তবে সম্প্রতি আর্থিক লেনদেনে কিছু বিধি নিষেধ আরোপ করেছে গুগল পে।

এক দিনে সর্বোচ্চ কত আর্থিক লেনদেন করতে পারবেন তা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়াও এই দিনে সর্বোচ্চ কত পরিমাণ আর্থিক লেনদেন করা যাবে সেই সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
২০২২ সালে গুগল পে ব্যবহারের সর্বোচ্চ সীমা
গুগল পে এর মাধ্যমে ইউপিআই ছাড়া ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আর্থিক লেনদেন করা সম্ভব। নতুন নিয়মে একদিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা গুগল পে এর মাধ্যমে পাঠানো যাবে। এছাড়াও দিনে ১০টির বেশি আর্থিক লেনদেন এই অ্যাপ থেকে করা যাবে না। এছাড়াও এক দিনে ২,০০০ টাকার বেশি কারও কাছে গুগল পে এর মাধ্যমে চাওয়া যাবে না।
তাই আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকলেও গুগল পে এর মাধ্যমে এবার লেনদেনে নিষেধাজ্ঞার ফলে সমস্যায় পড়তে পারেন অনেকেই। তবে এই নিষেধাজ্ঞা আপনার ব্যাঙ্কের উপরেও নির্ভর করছে। বিভিন্ন ব্যাঙ্ক ইউপিআইয়ের মাধ্যমে এক দিনে ৫,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত লেনদেনের সীমা বেঁধে দিয়েছে।
তবে শুধুমাত্র ইউপিআই পদ্ধতিতে এই দৈনিক নিষেধাজ্ঞা চালু হওয়ার কারণে পরের দিন ফের লেনদেন করা যাবে। অথবা এনইএফটি পদ্ধতিতে একসঙ্গে বেশি পরিমাণ অর্থ গুগল পে থেকে পাঠানো যাবে। তবে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যবসার কারণে পেমেন্ট রিকুয়েস্ট পাঠাতে হলে গুগল পে কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানানো যাবে। সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে দৈনিক লেনদেনের সীমা শিথিল করতে পারে এই অ্যাপ।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190