গ্রাহকের সুবিধার জন্য বিল পেমেন্টের নতুন উপায় নিয়ে এল গুগল পে

By Gizbot Bureau
|

সম্প্রতি ভারতের গ্রাহকদের জন্য একগুচ্ছ নতুন সুবিধা নিয়ে এসেছে গুগল। ভারতে সেই গুগল ইভেন্ট থেকেই গুগল পে পেমেন্ট সার্ভিস নতুন ফিচার নিয়ে এল সার্চ ইঞ্জিন কোম্পানিটি। এতদিন গুগল পে থেকে শুধুমাত্র ইউপিআই পদ্ধতিতে বিল পেমেন্ট করা যেত। এবার ডেবিট ও ক্রেট কার্ড ব্যবহার করেও গুগল পে থেকে বিল পেমেন্ট করা যাবে।

গ্রাহকের সুবিধার জন্য বিল পেমেন্টের নতুন উপায় নিয়ে এল গুগল পে

তবে বিল পেমেন্টের সময় ভেন্ডরকে কার্ড নম্বর দেবে না গুগল। পরিবর্তে একটি টোকেন নম্বর ব্যবহার হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভিসা অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড, এইচডিএফসি কার্ড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে গুগল পে থেকে বিল পেমেন্ট করা যাবে। কয়েক দিনের মধ্যেই রু পে ও মাস্টার কার্ড ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে বিল পেমেন্ট করা যাবে।

অনলাইনে বিল পেমেন্ট ছাড়াও অফলাইন স্টোরে এনএফসি আর কিউআর কোড ব্যবহার করে ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করা যাবে।

এর সাথেই লঞ্চ হয়েছে গুগল পে ফর বিজনেস। প্রধানত মার্চেন্টদের জন্য এই পরিষেবা লঞ্চ করেছে গুগল। সম্পূর্ন আলাদা এই অ্যাপ ব্যবহার করে মার্চেন্টরা ভেরিফাই করে গুগল পে পেমেন্ট সেট আপ করতে পারবে।

সম্প্রতি লেনদেন আরও সুরক্ষিত করতে এবার নতুন উপায় নিয়ে এল গুগল পে। গুগল পে অ্যাকাউন্টের সাথে যে অ্যাকাউন্ট যুক্ত রয়েছে সেই অ্যাকাউন্টে যে কোন লেনদেন হলে এসএমএস এর মাধ্যমে তা জানানো হবে। এবার থেকে কেউ গুগল পে ব্যবহার করে টাকা পাঠানোর আবেদন করলেও এসএমএস এর মাধ্যমে গ্রাহককে জানানো হবে।

গুগল জানিয়েছে এর ফলে টাকা লেনদেন আরও সুরক্ষিত হবে। সন্দেহজনক লেনদেন খুব সহজেই ধরা যাবে। মার্কিন সার্চ ইঞ্জিন জায়েন্ট জানিয়েছে গত দুই বছরে ভারতে বিপুল জনপ্রিয়তা পেয়েছে ইউপিআই পেমেন্ট। এই পেমেন্ট ব্যবহার করে সরাসরি এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। গত দুই বছরে বেশিরভাগ গ্রাহক প্রথম বারের জন্য ইউপিআই পদ্ধতি ব্যবহার করে টাকা লেনদেন করেছে।

Best Mobiles in India

Read more about:
English summary
Google Pay To Support Debit And Credit Card Payments

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X