Pixel 3, Pixel 3 XL লঞ্চের দিন ঘোষণা করল Google

By GizBot Bureau
|

Google Pixel 3, Pixel 3 XL লঞ্চের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করল Google। আগামী ৯ সেপ্তেম্বর রবিবার এক ইভেন্টে কোম্পানির নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করবে Google। রবিবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল ১১ টায় (ভারতীয় সময় রাত ৮টা ৩০ মিনিট) Google Pixel 3, Pixel 3 XL লঞ্চ ইভেন্ট শুরু হবে।

 
Pixel 3, Pixel 3 XL লঞ্চের দিন ঘোষণা করল Google

আগে কোম্পানির সব হার্ডওয়্যার লঞ্চ ইভেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের সান ফ্রান্সিস্কোতে অনুষ্ঠিত হত। এই প্রথম নিউ ইয়র্ক শহরে কোন Google হার্ডওয়্যার প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে। প্রতি বছরের মতোই এই বছরেও #madebygoogle হ্যাশ ট্যাগ সহ নতুন Pixel ফোন লঞ্চ করবে Google।

 

লঞ্চের আগেই এই ফোন সম্পর্কে একাধিক রিপোর্টে ফোনের ছবি ও স্পেসিফিকেশান ফাঁস ঘয়ে গিয়েছে। ইতিমধ্যেই ফাঁস হয়ে যাওয়া ছবিতে দেখা গিয়েছে Pixel 3 XL ফোনে ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকতে চলেছে। কিছুদিন আগেই কানাডায় ট্যাক্সিতে একটি Pixel 3 XL ফোন পাওয়া গিয়েছিল। সেই ছবি প্রকাশ পেয়েছিল ইন্টারনেটে। এই ছবিতে ফোনের ডিসপ্লের উপরে একটি কালো নচ দেখা গিয়েছিল।

এর সাথেই ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরা দেখা গিয়েছিল। অর্থাৎ Google Pixel 2 সিরিজের মতোই Google Pixel 3 সিরিজের ফোনের পিছনেও একটয়ি মাত্র ক্যামেরা থাকবে। কোন এক যাত্রী ভুল করে এই ফোন ট্যাক্সিতে ফেলে রেখে গিয়েছিলেন। পরে সেই ট্যাক্সি ড্রাইভার ফোনের মালিককে ফোন ফেরৎ দিয়ে দিয়েছিলেন।

অন্য এক রিপোর্টে জানা গিয়েছে Google Pixel 3, Pixel 3 XL এর ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট, ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। তবে দুটি ফোনের সামনেইদুটি করে ক্যামেরা থাকতে চলেছে।

তবে Google Pixel 3 এর ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। এই ফোনে থাকবে একটি ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। অন্যদিকে Google Pixel 3 XL এ থাকবে ৬.৭ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। Google Pixel 3 এর ভিতরে থাকবে 2950 mAh ব্যাটারি। অন্যদিকে XL মডেলে থাকবে সামান্য বড় 3430 mAh ব্যাটারি।

Best Mobiles in India

Read more about:
English summary
Google Pixel 3, Pixel 3 XL launch on Oct 9 in New York, company sends invite

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X