Googe Tez এর নাম বদলে হল Google Pay: যোগ হল গুরুত্বপূর্ণ ফিচার

By Gizbot Brueau
|

ভারতের জন্য বিশেষ এক ইভেন্টে Google জানিয়েছে এবার থেকে Googe Tez অ্যাপের নাম বদলে ববে Google Pay। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল Googe এর ট্রানজাকশান অ্যাপ Googe Tez। ইতিমধ্যেই ৫.৫ কোটি গ্রাহক এই অ্যাপ ডাউনলোড করেছেন। Googe জানিয়েছে এই মুহুর্তে ২.২ কোটি গ্রাহক প্রতি মাসে Googe Tez ব্যবহার করে ট্রানজাকশান করেন। সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়ার পরে সারা Googe Tez ব্যবহার করে মোট ৭৫ কোটি ট্রানজাকশান হয়েছে।

Googe Tez এর নাম বদলে হল Google Pay: যোগ হল গুরুত্বপূর্ণ ফিচার

লঞ্চ ইভেন্টে Googe এর তরফ থেকে জানানো হয়েছে, “আগে Googe Tez এর যে সব ফিচার আপনারা ভালোবাসতে সেই সব ফিচার থাকবে নতুন Google Pay তে।” Googe Tez এর শুধুই নাম বদল হতে চলেছে। ফিচারে তেমন বড় বদল আসবে না। Google Pay তে কয়েকটি ফিচার যোগ হবে। “ভারত ডিজিটাল পেমেন্টের যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।” মার্কিন দুনিয়ায় ইমেলের মাধ্যমে টাকা পাথানো সম্ভব। নতুন Google Pay নামের মাধ্যমে এই সব ফিচার ভারতে নিয়ে আসতে চায় Google। তবে Googe Tez শুধুমাত্র ভারতের কথা মাথায় রেখেই তৈরী করেছিল মার্কিন টেক জায়েন্ট।

এই মুহুর্তে সারা পৃথিবীর ১৮ টি দেশে Google Pay সার্ভিস কাজ করে।

এর সাথেই Google Pay অ্যাপ এর মাধ্যমে গ্রাহককে লোন দেওয়ার প্রস্তুতি শুরু করেছে Google। HDFC ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক আর ফেডারাল ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে গ্রাহকে Google Pay অ্যাপ এর মাধ্যমে লোন দেওয়া হবে। আগে থেকেই এই লোনের অনুমোদন হয়ে থাকবে।

এর সাথেই রিটেলে আরও বেশি করে প্রবেশ করার পরিকল্পনা করছে Google Pay। এই বছর দীপাবলীর আগেই সারা ভারতের ১৫০০০ ব্রান্ড স্টোরে Google Pay পেমেন্ট নেওয়া শুরু হবে। আপাতত ব্যাঙ্গালুরু ও দিল্লির দোকানে এই কাজ শুরু হবে। ছোট দোকানগুলিকেও Google Pay ব্যবহারের জন্য আনুপ্রানিত করা হবে। রিটেল দুনিয়ায় ডিজিটাল পেমেন্ট আরও জনপ্রিয় করার উদ্দেশ্য নিয়ে নতুন নামে যাত্রা শুরু করল Google Pay।

Best Mobiles in India

Read more about:
English summary
Google Tez is now Google Pay.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X