রেস্তোঁরায় কতক্ষণ অপেক্ষা করতে হবে? জানাবে গুগল সার্চ আর ম্যাপ

By Sabyasachi Chakraborty
|

অনেক সময়েই নামী রেস্তোঁরায় খেতে গেলে অপেক্ষা করতে হয় বেশ কিছুক্ষণ। বিশেষ করে তা যদি হয় পুজোর সময়, তাহলে তো কথাই নেই। কিন্তু অপেক্ষা কতক্ষণের তা যদি আগেভাগে জানা যায়? সেই ব্যবস্থাই করতে চলেছে গুগল। গুগল ম্যাপ আর সার্চ করে জেনে নেওয়া যাবে তা।

রেস্তোঁরায় কতক্ষণ অপেক্ষা করতে হবে? জানাবে গুগল সার্চ আর ম্যাপ

প্রিয় রেস্তোঁরায় মোটামুটি কতক্ষণ অপেক্ষা করতে হবে, সেই জানার ব্যবস্থা হচ্ছে্। গোটা বিশ্বে লাখো রেস্তোঁরার মধ্যে আপনার রেস্তোঁরার নাম সার্চ করবেন, বিজনেস লিস্ট ওপেন করবেন, পপুলার টাইম সেকশনে স্ক্রল করবেন এরপর। সেখানেই মিলবে সময়। একটি ব্লগ পোস্টে এমনটাই দাবি গুগলের।

মোটামুটি কতক্ষণ অপেক্ষা করতে হবে তার একটা আন্দাজ মতো সময় মিলবে। আওয়ার বারে ট্যাপ করলেই তা দেখা যাবে।

এবার iPhone X-এ দেখা যাবে ফুলস্ক্রিন ইউটিউব ভিডিওএবার iPhone X-এ দেখা যাবে ফুলস্ক্রিন ইউটিউব ভিডিও

দিনে কতক্ষণ ওয়েট টাইম রয়েছে, তা দেখার জন্য আওয়ার বারের ডান ও বাঁয়ে স্ক্রল করে দেখে নিতে হবে। মোটামুটি সেই রেস্তোঁরায় কতক্ষণ ধরে গড়ে সবাই খেতে সময় নেন, কোন সময় গড়ে কতজন আসেন, সেই সব তথ্য যাচাই করে এই সিদ্ধান্ত জানাবে গুগল।

পপুলার টাইমস সেকশনের টাইম ফ্রেমে যতবার আপনি ক্লিক করবেন, ততবার পপ আপ বক্স দেখাবে। সেখানে লাইভ বা আগের ডেটা দেখা যাবে। busy, usually busy, usually not busy, এরকম কিছু অপশন থাকবে। মোটামুটি ওয়েট টাইমও মিলবে সেখান থেকে।

এই ফিচার থেকে সময় নষ্ট হওয়ার থেকে বাঁচা যাবে। খাবার খাওয়ার জন্য অযথা অপেক্ষা করার থেকেও রেহাই মিলবে। সময় দেখে বুঝে, তারপরেই রেস্তোঁরায় ঢুঁ মারা যাবে এই ফিচার্সে।

Best Mobiles in India

Read more about:
English summary
Google is all set to roll out wait times at restaurants on Google Search and Maps soon. This feature will show you the estimated wait times.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X