দেশে মোবাইল ডেভেলপার ফেস্ট আনল গুগল: প্রশিক্ষণ পাবেন তরুণ মোবাইল ডেভেলপাররা

আগ্রহী তরুণ মোবাইল ডেভেলপারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে গুগল। আয়োজন করা হচ্ছে মোবাইল ফেস্টের।

By Sabyasachi Chakraborty
|

নতুন নতুন মোবাইল টেকনোলজির সাথে জানাশোনা করাতে তরুণ মোবাইল ডেভেলপারদের তৈরি করতে উদ্যোগী হল গুগল। বেঙ্গালুরুতে সংস্থার তরফে মোবাইল ডেভেলপার ফেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশে মোবাইল ডেভেলপার ফেস্ট আনল গুগল

সম্প্রতি বেঙ্গালুরুতে এই ফেস্ট হয়ে গিয়েছে। তবে গুগলের তরফে জানানো হয়েছে, এরপর আরও ১২টি রাজ্যের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে এই ধরণের ফেস্টের উদ্যোগ নিতে চলেছে তারা।

গুগলের ইউনিভার্সিটি রিলেশনস ডেভেলপার প্রোডাক্টস গ্রুপের উইলিয়াম ফ্লোরেন্স জানিয়েছেন, টেক ট্যালেন্টের দিক থেকে দীর্ঘদিন ধরে ভারত অন্যতম। নতুন নতুন প্রযুক্তিতে আগ্রহী যে সব ছাত্রছাত্রীরা, তাঁদের শিক্ষিত করে তুলতে আরও উদ্যোগী হওয়া প্রয়োজন। এই জন্য আরও বিনিয়োগ দরকার।

হাজার টাকা দাম কমল ৫৩০০ এমএএইচ ব্যাটারির শাওমি এমআই ম্যাক্স ২-এরহাজার টাকা দাম কমল ৫৩০০ এমএএইচ ব্যাটারির শাওমি এমআই ম্যাক্স ২-এর

Machine Learning, Firebase, Android এবং Progressive Web Apps-এর ওপরে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের কাছে বিভিন্ন বিষয়ে তুলে ধরা হবে। এছাড়াও থাকছে hands-on code labs sessions এবং গুগল সার্টিফায়েড ডেভেলপার্সদের কাছ থেকে কাজ শেখার সুযোগ।

গুগলের রয়েছে Google Developer Student Clubs এবং University Innovation Fellows। আরও অনেক ছাত্রছাত্রীদের সেখানে সুযোগ দিতে চাইছে গুগল।

এছাড়াও ভারতে যাতে হাই কোয়ালিটির মোবাইল ডেভেলপার্সদের একটা হাব তৈরি হয়, সেই চেষ্টাও চালানোর কথা জানিয়েছে গুগল। এদেশে মোবাইল স্কিলিং প্রোগ্রাম ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে বিশ্বমানের মোবাইল ডেভেলপার এডুকেশন সিস্টেম করার চেষ্টা চালাচ্ছে গুগল। আর তাতে সুযোগ দেওয়া হবে আরও, আরও অনেককে।

Best Mobiles in India

Read more about:
English summary
Google launched a day-long Mobile Developer Fest in Bengaluru to train young students in the latest mobile technologies.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X