গ্রাহকের ব্যক্তিগত তথ্য কখনই বিক্রি না করবে গুগল: সুন্দর পিচাই

By Gizbot Bureau
|

গুগল কখনই গ্রাহকের ব্যক্তিগত তথ্য কোন তৃতীয় কোম্পানির কাছে বিক্রি করবে না। সম্প্রতি বিশ্বব্যাপী ব্যক্তিগত তথ্য সুরক্ষা সম্পর্কে চিন্তা বেড়েছে। সেই কারনেই এই কত্যহা জানিয়েছেন গুগল সিইও সুন্দর পিচাই। এই সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন পিচাই। তিনি আরও বলেন শুধুমাত্র ধনী ব্যক্তিরা টাকা দিয়ে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে এমনটা হতে পারে না। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা কোন “বিলাস পণ্য” নয়।

গ্রাহকের ব্যক্তিগত তথ্য কখনই বিক্রি না করবে গুগল: সুন্দর পিচাই

৪৬ বছরের পিচাই জানিয়েছেন “আমাদের সময় ব্যক্তিগত তথ্যের সুরক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।”

তিনি বলেন, ব্যক্তিগত তথ্য সম্পর্কে বিশ্বব্যাপী মানুষের মধ্যে চিন্তা বেড়েছে। নিজের ব্যক্তিগত কোন তথ্য অন্য মানুষের সাথে শেয়ার করা উচিত সেই বিষয়ে মানুষ এখন অনেক বেশি সচেতন।

“ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আমরা গ্রাহককে বিভিন্ন অপশান দিয়েছি। একটা কথা মাথায় রাখা প্রয়োজন গুগল কখনই গ্রাহকের ব্যক্তিগত তথ্য তৃতীয় কোন কোম্পানির কাছে বিক্রি করবে না।” বলেন পিচাই।

পিচাই জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে কথা বলে তার এই ধারনা হয়েছে।

“যে সব পরিবারে বিভিন্ন সদস্য একই ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার করেন তাদের কাছে প্রাইভেসি কথার অর্থ পরিওবারে অন্যান্য সদস্যদের কাছে থেকে প্রাইভেসি। ছোট ব্যবসায়ী, যারা প্রথম ক্রেডিট কার্ডে পেমেন্ট নিতে শুরু করছেন তাদের কাছে প্রাইভেসির কথার অর্থ গ্রাহকের ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষিত রাখা। তরুন প্রজন্মের কাছে সেলফি পোস্ট করার পরে তা ডিলিট করতে পারার ক্ষমতার নাম প্রাইভেসি।” বলেন সুন্দর পিচাই।

গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার ক্ষেত্রে আমরা পথ প্রদর্শক হতে চাই। বিশ্বের প্রতিটি মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রেখে এগিয়ে যেতে চায় গুগ্ল, বলেন তিনি।

Best Mobiles in India

Read more about:
English summary
Google will never sell any personal information to 3rd parties, CEO

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X