ফ্লিপকার্টে সস্তা হয়েছে এই গ্যাজেটগুলি

By Gizbot Bureau
|

ফ্লিপকার্টে শুরু হল গ্র্যান্ড গ্যাজেট ডে সেল। ২৮ এপ্রিল পর্যন্ত এই সেলে বিভিন্ন গ্যাজেটে আকর্ষনীয় ছাড় দেবে ই-কমার্স কোম্পানিটি। তিন দিনের এই সেলে বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্টে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই সেলে সস্তা হয়েছে ক্যামেরা, পাওয়ার ব্যাঙ্ক, ট্যাবলেট, স্টোরেজ ডিভাইস সহ একগুচ্ছ গ্যাজেট। আইসিআইসিআই ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা ফ্লিপকার্ট গ্র্যান্ড গ্যাজেট ডে সেলে অতিরিক্ত ৫ শতাংশ ছাড় পাবেন।

ফ্লিপকার্টে সস্তা হয়েছে এই গ্যাজেটগুলি

এই সেলে সস্তা হয়েছে এসার, ডেল, এসুস, অ্যাপেল ও এইচপি সব সব জনপ্রিয় কোম্পানির ল্যাপটপ। ৬৮,৯৯০ টাকা থেকে পাওয়া যাচ্ছে অ্যাপেল ম্যাকবুক, ৫২,৯৯৯ টাকা থেকে পাওয়া যাচ্ছে এসার সুইফট ৩। এসুস ভিভোবুক এর দাম শুরু হচ্ছে ৪৪,৯৯০ টাকা থেকে।

মাত্র ৩৪৯ টাকা থেকে হেডফোন ও স্পিকার পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টে। বোট বাসহেডস ২২০ হেডফোন পাওয়া যাচ্ছে ৫৪৯ টাকায়। ৫৯৯ টাকা থেকে স্কালক্যান্ডি হেডফোন পাওয়া যাচ্ছে এই সেলে। মাত্র ২,২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে জেবিএল গো ২ ব্লুটুথ স্পিকার।

৬৪ জিবি আইপ্যাড মিনি এর দাম শুরু হচ্ছে ৩৪,৯০০ টাকা থেকে। ১০.৫ ইঞ্চি ৬৪ জিবি আইপ্যাড এয়ার পাওয়া যাচ্ছে ৪৪,৯০০ টাকায়। তবে ১২৮ জিবি ভেরিয়েন্টে এই ট্যাবলেট কিনতে ৫৮,৯০০ টাকা খরচ হবে।

এছাড়াও ফ্লিপকার্ট গ্র্যান্ড গ্যাজেড় ডে সেলে সস্তা হয়েছে বিভিন্ন পাওয়ারব্যাঙ্ক। মাত্র ৮৯৯ টাকা থেকে শাওমি পাওয়ারব্যাঙ্ক কেনা যাবে। ২০,০০০ মিলি অ্যাম্প আওয়ার ক্ষমতার শাওমি পাওয়ারব্যাঙ্ক কিনতে ১,৪৯৯ টাকা খরচ হবে। মাত্র ৫৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এমব্রেন এর ৫,০০০ মিলি অ্যাম্প আওয়ার ক্ষমতার পাওয়ার ব্যাঙ্ক। এই কোম্পানির ১০,০০০ মিলি অ্যাম্প আওয়ার ক্ষমতার পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যাচ্ছে ৭৪৯ টাকায়।

Best Mobiles in India

Read more about:
English summary
Grand Gadget Days on Flipkart: Get up to 80% off on laptops, powerbanks, speakers and more

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X