Just In
Don't Miss
প্রিপেড রিচার্জে নতুন লেবেল নিয়ে এল জিও, জেনে নিন
প্রিপেড প্ল্যানে নতুন ট্যাগ ব্যবহার শুরু করেছে রিলায়েন্স জিও। বেস্ট সেলার্স, সুপার ভ্যালু, ও ট্রেন্ডিং ট্যাগ সহ রিচার্জগুলি কোম্পানির ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এর ফলে গ্রাহকদের রিচার্জ করার আগে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বলেই দাবি করেছে মুম্বাইয়ের কোম্পানিটি। যেমন ধরুন, কম দামে বেশি সুবিধা পেতে বেছে নিতে পারেন সুপার ভ্যালু প্যাকগুলি। এছাড়াও জনপ্রিয় রিচার্জগুলির পাশে থাকছে বেস্ট সেলার ট্যাগ।
বেস্ট সেলার ট্যাগের অধীনে রয়েছে মোট চারটি প্রিপেড রিচার্জ। এছাড়াও দুটি রিচার্জ রয়েছে সুপার ভ্যালু ও একটি রিচার্জ রয়েছে ট্রেন্ডিং ট্যাগের অধীনে। Jio.com ওয়েবসাইটে এই লেবেলগুলি দেখানো শুরু হয়েছে। সম্প্রতি টেলিকম টক ওয়েবসাইটে প্রথম এই খবর সামনে আসে। 349 টাকা প্রিপেড প্ল্যানে রয়েছে ট্রেন্ডিং ট্যাগ। এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি হাই স্পিড ইন্টারনেট পাওয়া যায়। সঙ্গে রয়েছে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএস। ৩৪৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানের সঙ্গে সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা থাকছে।
এছাড়াও সুপার ভ্যালু প্ল্যানের অধীনে থাকছে ২৪৯ টাকা ও ২,৫৯৯ টাকা প্ল্যান। ২৪৯ টাকা প্ল্যানে প্রতিদিন ২জিবি ডেটা, আনলিমিটেড কল, ১০০ এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এছাড়াও ২,৫৯৯ টাকা প্ল্যানে থাকছে প্রতিদিন ২জিবি ডেটা, সঙ্গে অতিরিক্ত ১০জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। ২,৫৯৯ টাকা রিচার্জে মিলবে ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন।
সব শেষে বেস্ট সেলার লেবেলে রয়েছে ১৯৯ টাকা, ৫৫৫ টাকা, ৫৯৯ টাকা ও ২,৩৯৯ টাকা রিচার্জ। ১৯৯ টাকা প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল, ১০০ এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ৫৫৫ টাকা প্ল্যানে একই সুবিধা ৮৪ দিনের জন্য পাওয়া যাবে। ৫৯৯ টাকা প্ল্যানে ৮৪ দিন ভ্যালিডিটির সঙ্গেই পাওয়া যাবে প্রতিদিন ২জিবি ডেটা। আর ২,৩৯৯ টাকা প্ল্যানে ৫৯৯ টাকার সব সুবিধার সঙ্গেই মিলবে ৩৬৫ দিন ভ্যালিডিটি।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190