কিভাবে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ক্যাব বুক করবেন [৪টি সহজ ধাপ]

By ANINDITA SINHA
|

ইউজাররা ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে বন্ধুদের সাথে চ্যাটিং ছাড়াও আরো অনেক কিছুই করতে পারেন। সেই সুবিধাগুলির মধ্যে একটির মাধ্যমে আপনি ক্যাবও বুক করতে পারেন, কিভাবে করবেন জানতে পড়ুন।

কিভাবে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ক্যাব বুক করবেন [৪টি সহজ ধাপ]

সম্প্রতি, ফেসবুক তার ম্যাসেঞ্জার অ্যাপটির জন্য, চ্যাট ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, সিক্রেট কথোপকথোন করা ইত্যাদি এমনি আরো অনেক ফিচারস নিয়ে এসেছে।

ফেসবুক ম্যাসেঞ্জারের খুব বেশি নতুন নয় এমন কিছু ফিচারসও রয়েছে যেগুলি হয়তো আমরা জানিনা না বা ব্যবহার করি নি। হ্যাঁ, আপনি কি জানেন, ফেসবুক তার ম্যাসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীদের তাদের প্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বন্ধুদের সাথে চ্যাট করাকালীন, ক্যাব বুক করার সুবিধাও দিয়ে থাকে?

ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা এখন, চ্যাট করার সাথে সাথে আরো অনেক মজাদার কাজও করতে পারবেন, আর সেগুলির মধ্যে একটি হচ্ছে, ক্যাব বুক করতে পারা।

এখানে দেওয়া হল, কিভাবে আপনি ফেসবুক ম্যাসেঞ্জার দিয়ে ক্যাব বুক করতে পারবেন।

ম্যাসেঞ্জার অ্যাপ ও যে কোন একটি কনভারসেশন ওপেন করুন

ম্যাসেঞ্জার অ্যাপ ও যে কোন একটি কনভারসেশন ওপেন করুন

ব্যবহারকারীদের প্রথমেই তাদের স্মার্টফোনে ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপের আপডেটেড ভার্সন ইন্সটল করতে হবে এবং পছন্দমতো যেকোন একটি কনভারসেশন ওপেন করতে হবে।

যেই ক্যাবটি আপনি বুক করতে চান, তাতে ক্লিক করুন

যেই ক্যাবটি আপনি বুক করতে চান, তাতে ক্লিক করুন

ম্যাসেঞ্জার স্ক্রিনের ওপরে একটি ‘>' চিহ্ন ও ক্লিক ওন দ্যা ক্যাব অপশন থাকবে।

রেজিস্ট্রেশন করা প্রয়োজন

রেজিস্ট্রেশন করা প্রয়োজন

আপনি যদি উবের ক্যাব বুক করতে চান, তবে আপনার উবের অ্যাপের সাথে রেজিস্ট্রেশন করে নেওয়া খুবই প্রয়োজনীয়। এটি না করতে পারলে, আপনাকে ক্যাবও বুক করতে দেওয়া হবে না।

পিক-আপ এবং ড্রপ-আপ লোকেশন সেট করুন

পিক-আপ এবং ড্রপ-আপ লোকেশন সেট করুন

একবার রেজিস্ট্রার হয়ে গেলে, আপনাকে শুধু পিক-আপ আর ড্রপ-আপ লোকেশন সেট করতে হবে, ও এরপর আপনি ক্যাবের জন্য অনুরোধ করতে পারবেন। আপনি এবার যাত্রা শুরু করতে তৈরি।

এই ফেসবুক ফিচারের সীমাবদ্ধতা

এই ফেসবুক ফিচারের সীমাবদ্ধতা

১. এখন পর্যন্ত একমাত্র মেরু ক্যাবই এই ফেসবুক ফিচার থেকে বুক করা সম্ভব।

২. এখনও পর্যন্ত এই ফিচারসটি অফিশিয়াল ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপের সাথে পাওয়া যায়না এবং এটি পেতে ম্যাসেঞ্জারের জন্য ফেসবুক বোটস এর নির্মান প্রয়োজন হয়ে থাকে।

 

Best Mobiles in India

English summary
Here's how you can book a cab via Facebook Messenger in 4 simple steps. Try it out.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X