বিএসএনএল গ্রাহকরা 1GB ডাটা বিনামূল্যে পাবেন কীভাবে?

|

গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল বিএসএনএল। সম্প্রতি অ্যানড্রয়েডে নতুন অ্যাপ লঞ্চ করেছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি। এই অ্যাপ ডাউনলোড করলে গ্রাহকদের বিনামূল্যে 1GB ডাটা দিচ্ছে কোম্পানিটি।

বিএসএনএল গ্রাহকরা 1GB ডাটা বিনামূল্যে পাবেন কীভাবে?

গ্রাহকের প্ল্যানের উপরে অতিরিক্ত 1GB ডাটা ব্যবহার করতে দেবে বিএসএনএল। কোম্পানি জানিয়েছে এক মাসের মধ্যে এই ডাটা ব্যবহার করা যাবে। প্ল্যানের ডাটা শেষ হয়ে গেলে অতিরিক্ত এই ডাটা ব্যবহার করা যাবে।

এই অফারের সুবিধা নিতে প্ল্যে স্টোর থেকে নিজের অ্যানড্রয়েড ডিভাইসে মাই বিএসএনএল অ্যাপ ডাউনলোড করতে হবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অফার চালু থাকবে।

মাই বিএসএনএল অ্যাপ থেকে গ্রাহকরা নিজের অ্যাকাউন্টের সব তথ্য জানতে পারবেন। পোস্টপেড গ্রাহকরা এই অ্যাপ থেকে বিশেষ প্ল্যানের তথ্য পাবেন। একটি বেসরকারী কোম্পানির সাথে হাত মিলিয়ে এই অ্যাপ তৈরী করেছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি।

সম্প্রতি কোম্পানির একটি ধামাকা প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এই প্ল্যানে বিএসএনএল প্রিপেড গ্রাহকরা নিজের ডাটার উপরে প্রতিদিন অতিরিক্ত 2.2GB ডাটা ব্যবহার করতে পারবেন।

এই বছরের শুরুতে এই অফার লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছে ২০১৮ সালের ১৪ লভেম্বর পর্যন্ত এই অফার ব্যবহার করা যাবে। এই অফার গ্রাহকের মন জয় করার কারনে এবার আরও কয়েক মাস অতিরিক্ত ডাটার এই অফার বাজারে রাখার সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়াত্ব সংস্থাটি।

এই নিয়ে দুই বার বিএসএনএল বাম্পার অফারের ভ্যালিডিটি বাড়ানো হল। তবে এই প্ল্যানের সাথে প্রতিযোগিতায় এখনও অন্য কোন কোম্পানি নতুন প্ল্যান নিয়ে আসেনি। আগে কোম্পানি ১৯ নভেম্বর পর্যন্ত এই ডাটা অফার চালু রাখার কথা ঘোষণা করলেও সম্প্রতি ২০১৯ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এই অফার চালু রাখার কথা ঘোষণা করেছে রাষ্ট্রায়াত্ব সংস্থাটি।

তবে নির্বাচিত কিছু প্ল্যানে কাজ করবে বিএসএনএল এর বাম্পার ডাটা অফার। বিএসএনএল প্রিপেডে ১৮৬ টাকা, ৪২৯ টাকা, ৪৮৫ টাকা ৬৬৬ টাকা আর ৯৯৯ টাকা প্ল্যানে কাজ করবে এই অফার। এছাড়াও ১৮৭ টাকা, ৩৩৩ টাকা, ৩৪৯ টাকা, ৪৪৪ টাকা আর ৪৪৮ টাকা প্ল্যানের সাথেও কাজ করবে বিএসএনএল অতিরিক্ত ডাটা অফার।

এছাড়াও দুটি লম্বা ভ্যালিডিটির প্ল্যানকেও এই অফারে যুক্ত করা হয়েছে। ১৬৯৯ টাকা আর ২০৯৯ টাকা প্ল্যানের সাথেও এই প্ল্যান কাজ করবে। এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। ১৬৯৯ টাকা প্ল্যানে দিনে 2GB ডাটা আর ২০৯৯ টাকা প্ল্যানে দিনে 4GB ডাটা পাওয়া যাবে। তবে দিনে 2.2 GB অতিরিক্ত ডাটা যোগ হয়ে ১৬৯৯ টাকা প্ল্যানে দিনে 4.21GB আর ২০৯৯ টাকা প্ল্যানে দিনে 6.21GB ডাটা পাবেন গ্রাহকরা।

Best Mobiles in India

Read more about:
English summary
Here’s how BSNL users can avail 1GB free data

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X