জিও ফাইবার কানেকশান থেকে বিনামূল্যে আনলিমিটেড কল করবেন কীভাবে?

By Gizbot Bureau
|

এই সপ্তাহের শুরুতেই ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চ করেছে জিও। ৫ সেপ্টেম্বর থেকে এই কানেকশান পাওয়া যাবে। ফাইবার কানেকশানের মাধ্যমে এবার বাড়ি বাড়ি হাই স্পিড ব্রডব্যান্ড পৌঁছে দেবেন মুকেশ আম্বানির কোম্পানি। তবে হাই স্পিড ব্রডব্যান্ড কানেকশানের সাথেই আরও কয়েকটি পরিষেবা মিলবে। থাকছে লাইভ টিভি আর ফিক্সড লাইন ফোন।

 
জিও ফাইবার কানেকশান থেকে বিনামূল্যে আনলিমিটেড কল করবেন কীভাবে?

এই ফোন থেকে বিনামূল্যে গোটা দেশের যে কোন নম্বরে ফোন করা যাবে। এছাড়াও লঞ্চের সময় মুকেশ আম্বানি জানিয়েছিলেন এই ফিক্সড ফোন কানেকশানের সাথেই দেশের সব থেকে সস্তা ইন্টারন্যাশানাল করতে পারবেন ভারতবাসী। ইতিমধ্যেই আপনার বাড়িতে পরীক্ষামুলকভাবে জিও ফাইবার কানেকশান থাকলে দেখে নিন কীভাবে এই ফিক্সড লাইন পরিষেবা থেকে বিনামূল্যে কলিং অ্যাক্টিভেট করবেন।

জিও ফাইবারের সাথে জিও ফিক্সড লাইন ভয়েস ল্যান্ডলাইন পরিষেবা শুরু করবেন কীভাবে?

 

স্টেপ ১। মাই জিও অ্যাপ এ লগ ইন করুন।

স্টেপ ২। নিজের ফাইবার ব্রডব্যান্ড অ্যাকাউন্ট লিঙ্ক না থাকলে তা লিঙ্ক করুন।

স্টেপ ৩। এর পরে অ্যাকাউন্ট সিলেক্ট করুন।

স্টেপ ৪। রিচার্জ সিলেক্ট করুন।

স্টেপ ৫। এর পরে 'বাই’ অপশান সিলেক্ট করলে জিও ফিক্সড ভয়েস নোটিফিকেশান দেখা যাবে।

স্টেপ ৬। এবার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেখানে সঠিক ওটিপি দিন। ইমেল অ্যাড্রেসেও পৌঁছাবে ইমেল।

স্টেপ ৭। রিচার্জ করলে তবেই ফিক্সড লাইন পরিষেবা শুরু হবে। শুধুমাত্র প্ল্যান অ্যাকটিভ থাকলেই রিচার্জ করা যাবে। রিচার্জ করার সাথে সাথেই ফিক্সড লাইন পরিষেবা শুরু হয়ে যাবে।

স্টেপ ৮। এবার যে কোন ল্যান্ডলাইন ফোন আর জে ১১ জ্যাক ব্যবহার করে রাউটারের পিছনে কানেক্ট করলেই কলিং পরিষেবা শুরু হয়ে যাবে। এছাড়াও মোবাইলে জিও কল অ্যাপ থেকে এই পরিষেবা ব্যবহার করা যাবে।

Best Mobiles in India

English summary
Jio Fixed Voice Landline Service will offer unlimited and free voice calls to any network across the country. The company is testing the landline service for the past few weeks. If you are a Jio Fiber user who wants to activate the Jio Fixed Voice Landline number, then here are the steps you need to follow.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X