জলের দরে মিলছে লেটেস্ট আইফোন, দেখে নিন কীভাবে?

By Gizbot Bureau
|

লঞ্চের পর এই প্রথম সস্তা হলো লেটেস্ট বাজেট আইফোন। সম্প্রতি ভারতে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে মাত্র ৪৬,৬০০ টাকায় কেনা যাচ্ছে iPhone XR। কীভাবে? দেখে নিন।

 
জলের দরে মিলছে লেটেস্ট আইফোন,  দেখে নিন কীভাবে?

64GB iPhone XR এর দাম ৭৬,৯০০ টাকা। কিছু রিটেল স্টোরে ৫,৩০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও পুরনো স্মার্ট ফোন এক্সচেঞ্জ করলে ২৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই দুটি অফার একসাথে করলে ৪৬,৬০০ টাকায় 64GB iPhone XR কেনা যাবে। তবে এই অফারে একাধিক শর্তাবলী রয়েছে। শুধুমাত্র নতুনের মতো 32GB iPhone 7 Plus ফোনেই ২৫,০০০ টাকা এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে।

iPhone XR ফোনে একটি 6.1 ইঞ্চি এজ-টু-এজ LCD ডিসপ্লে ব্যবহার করেছে কোম্পানি। এছাড়াও iPhone XS ও iPhone XS Maxএর মতোই iPhone XR এর ভিতরেও থাকবে নতুন A12 বায়োনিক চিপ। নতুন এই LCD ডিসপ্লের নাম রাখা হয়েছে 'Liquid Retina’ ডিসপ্লে। A12 বায়োনিক চিএ থাকবে লেটেস্ট 7Nm আর্কিটেকচার। এছাড়াও থাকবে face ID, ট্রু ডেপ্ত ক্যামেরা। 64GB, 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন iPhone XR।

 

iPhone XR এ থাকবে লেটেস্ট iOS 12 অপারেটিং সিস্টেম। এর সাথেই iPhone XRএ থাকবে ডুয়াল সিম স্ট্যান্ড বাই। iPhone XRএ থাকবে একটি 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে। সাথে থাকবে ট্রু ডেপ্ত ল্যামেরা আর Face ID। তবে iPhone XR ত্থেকে বাদ গিয়েছে থ্রি ডি টাচ।

iPhone XR এর ভিতরে রয়েছে নতুন 6 কোর A12 বায়োনিক চিপ। যা আগের থেকে 15 শাতাংশ ফাস্ট। লেটেস্ট 7Nm আর্কিটেকচারে তৈরী হয়েছে এই প্রসেসার। কোম্পানির দাবি এটি এই মুহুর্তে সবথেকে শক্তিশালী মোবাইল প্রসেসার।

64GB, 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে iPhone XR। iPhone XS ও iPhone XS Max তে স্টেনলেস স্টিল বডি থাকলেও iPhone XR এ থাকবে অ্যালুমিনিয়াল বডি। iPhone XR এ থাকবে সিঙ্গেল রিয়াল ক্যামেরা সিস্টেম।

এই ক্যামেরায় থাকবে একটি 12MP প্রাইমারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি ট্রু দেপ্ত ফ্রন্ট ক্যামেরা। এর সাথেই থাকবে একাধিক ফেস আনলক সেন্সার। তিনটি নতুন iPhone এর ডিসপ্লের উপরেই থাকবে কালো নচ। এই নচের নীচে থাকবে ফ্রন্ট ক্যামেরা ও একাধিক সেন্সার। iPhone XS ও iPhone XS Max তে থাকবে Face ID।

Best Mobiles in India

Read more about:
English summary
As per a listing on IndiaiStore.com, interested buyers can get the iPhone for as low as Rs 46,600.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X