মোবাইল চার্জার মুখে দিয়ে মৃত্যু হল শিশুর

By Gizbot Bureau
|

ঠাকুমার মোবাইল চার্জার মুখে দিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল দুই বছরের শিশু। উত্তর প্রদেশের বুলন্দশহরের জাহাঙ্গিরবাদে এই ঘটনা ঘটেছে। গত শনিবার এই ঘটনাটি ঘটেছে।

মোবাইল চার্জার মুখে দিয়ে মৃত্যু হল শিশুর

বাড়ির কোন সদস্য মোবাইল ফোন চার্জ করার জন্য চার্জ অন করেছিলেন। এর পরে ফোন চার্জ হয়ে গেলে চার্জার থেকে ফোন খুলে নিয়েও চার্জারের সুইচ বন্ধ করা হয়নি। এদিকে শুক্রবার মেয়েকে নিয়ে বাপের বাড়ি এসেছিলেন রাজিয়া। দিল্লির মুস্তাফাবাদের বাসিন্দা তিনি। গত শুক্রবার বুলন্দশহরের জাগাঙ্গিরবাদে মায়ের সঙ্গে দেখা করতে আসেন রাজিয়া।

শনিবার খেলার ছলে রাজিয়ার দুই বছরের কন্যা চার্জারটি মুখে পুরে নিয়েছিল। সেই সময় চার্জারে সুইচ অন অবস্থায় পরে ছিল। এই পরেই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। জাহাঙ্গিরবাদ থানার অফিসার জানিয়েছেন, “পরিবার আমাদের সাথে যোগাযোগ করেন নি। তাই এই বিষয়ে কোন অভিযোগ দায়ের হয়নি। তবে কেউ এসে অভিযোগ দায়ের করতে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।”

এই ঘটনা নিঃসন্দেহে অনেকের চোখ খুলে দেবে। আমাদের অনেকের বাড়িতেই ছোট শিশুরা রয়েছে। প্রাকৃতিক প্রবণতা অনুযায়ী সব কিছু মুখে দেওয়ার চেষ্টা করে শিশুরা। অনেক সময়েই আমরা ফোনের চার্জ শেষ হয়ে গেলেও চার্জার বন্ধ করতে ভুলে যাই। তবে শুধু ফোন নয়, ল্যাপটপ সব বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্টের চার্জারের কাজ শেষ হয়ে গেলে তা বন্ধ করতে ভুলে যান অনেকে।

জীবনে ছোট্ট একটি ভুল কত বড় বিপদ ডেকে আনতে পারে তার উদাহরন বুন্দেলশহরের এই ঘটনা। যা নিঃসন্দেহে গোটা দেশের মা-বাবা দের আরও সচেতন করতে সাহায্য করবে। বড়দের ভুলের খেসারৎ কোন ভাবেই যেন ছোট্ট শিশুদের দিতে না হয় তা নিশ্চিত করতে হবে বড়দের।

Best Mobiles in India

Read more about:
English summary
Here's why you shouldn't leave your mobile charger plugged in always

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X