ভারতে লঞ্চ হল Honor 10, দাম ৩২,৯৯৯ টাকা

|

গত মাসে চীনে লঞ্চ হয়েছিল Honor 10। এবার হুয়েই এর এই সাবব্র্যান্ড ভারতে লঞ্চ করলো তাদের নতুন এই ফোন। গতকাল ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লন্ডনে এক ইভেন্টে ভারতে ও গোটা বিশ্বে এই ফোনের লঞ্চ করেছে চীনের অন্যতম প্রধান স্মার্টফোন কোম্পানিটি।

ভারতে লঞ্চ হল Honor  10, দাম ৩২,৯৯৯ টাকা

ভারতে Honor 10 এর দাম ৩২,৯৯৯ টাঁকা। শুধুমাত্র ফ্লিপকার্টেই পাওয়া যাবে নতুন এই ফ্ল্যাগশিপটি। এছাড়াও কোম্পানির নিজস্ব হাই অনর স্টোর থেকে কেনা যাবে লেটেস্ট টেকনোলজির এই স্মার্টফোনটি।

আতীতের থেকে সম্পূর্ণ অন্য পথে হেঁটে নতুন ডিজাইন দেখা গিয়েছে নতুন Honor 10 এ। এই ফোনের অ্যালুমিনিয়াম ফ্রেম ও গ্লাস ব্যাক। যা এই ফোনকে দিয়েছে এক প্রিমিয়াম লুক। এছাড়াও ফোনের পিছনটি বিভিন্ন দিক থেকে দেখলে বিভিন্ন রঙে রঙ্গিন হয়ে ওঠে। Honor 10 এ রয়েছে ৫.৮৪ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এই ডিসপ্লেতে রয়েছে মিনিমাম বেজেল আর টপ নচ।

Honor 10 এর ভিতরে রয়েছে অক্টাকোর HiSilicon Kirin 970 চিপসেট। এই চিপসেটে রয়েছে চারটি 2.36GHz Cortex-A73 আর চারটি 1.8GHz Cortex-A53 কোর। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রসেসিং এর জন্য রয়েছে একটি ডেডিকেটেড নিউরাল প্রসেসিং উইনিট।

এর সাথেই নতুন এই ফ্ল্যাগশিপে রয়েছে 6GB RAM আর 128GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও অন্য একটি ভেরিয়েন্টে রয়েছে 6GB RAM আর 64GB স্টোরেজ। যদিও কম স্তোরেজের এই মডেলটি ভারতে লঞ্চ করেনি কোম্পানি।

অ্যামাজনে ফাঁস হয়ে গেল ওয়ানপ্লাস ৬ এর ছবি, স্পেসিফিকেশান ও দামঅ্যামাজনে ফাঁস হয়ে গেল ওয়ানপ্লাস ৬ এর ছবি, স্পেসিফিকেশান ও দাম

ছবি তোলার জন্য Honor 10 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরার প্রাইমারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল আর সেকেন্ডারি সেন্সারটি ২৪ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সার। এই ক্যামেরা লো লাইটে ভালো ছবি তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও Honor 10 এর সামনে রয়েছে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ও ব্যাক দুই ক্যামেরাতেই রয়েছে হুয়েই এর লেটেস্ট আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।

এছাড়াও নতুন এই ফোনে থাকছে USB Type-C, ৩.৫মিমি হেডফোন জ্যাক।আর এই ফোনে প্রিলোডেড থাকবে লেটেস্ট অ্যানড্রয়েড ৮.১ ওরিও। ফোনের ব্যাটারি 3,400 mAh।

Honor 10 এর দাম ৩২,৯৯৯ টাকা। ফ্যান্টম ব্লু আর মিডনাইট ব্ল্যাক দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। অ্যাক্সিস ব্যাঙ্ক ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যাবহারকারীরা পাবেন অতিরিক্ত ১০% ছাড়। এছাড়াও এক্সচেঞ্জ অফারে পেয়ে যাবেন অতিরিক্ত ৫০০০ টাঁকা ছাড়।

Best Mobiles in India

Read more about:
English summary
After launching Honor 10 in China last month, Huawei‘s sub-brand Honor has now launched its flagship smartphone in the Indian market.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X