নতুন আপডেটে এবার ফেস আনলক ফিচার এলো Honor 7X এ

|

নতুন সফটওয়ার আপডেট পেতে শুরু করলো Honor 7X। নতুন এই আপডেটের বিল্ড নাম্বার B192। একাধিক আকর্ষনীয় ফিচার নিয়ে এসেছে এই আপডেট। তবে Honor 7X এর এই আপডেটের প্রধান আকর্ষণ অবশ্যই ফেস আনলক ফিচার। এছাড়াও রয়েছে AR লেন্স ফিচার।

নতুন আপডেটে এবার ফেস আনলক ফিচার এলো Honor 7X এ

আপাতত এই আপডেট পাচ্ছেন শুধুমাত্র চীনের গ্রাহকরা। যদিও ভারতের বাজারে কবে আসবে এই আপডেট সেই বিষয়ে কোম্পানির তরফে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। যদিও মনে করা হচ্ছে খুব শিঘ্রই ভারতের বাজারে চলে আসবে এই আপডেট।

আপাতত আপডেটের পর Settings > Security and privacy > Face Unlock এ গেলে পাওয়া যাবে ফেস আনলক অপশান। এই ফিচারের মাধ্যমে গ্রাহকরা ফোনের দিকে তাকিয়ে আনলক করতে পারবেন তাদের Honor 7X।

এছাড়াও স্মার্ট লক স্ক্রিন অপশানের মাধ্যমে এবার থেকে গ্রাহকরা লক স্ক্রিনে হাইড করা নোটিফিকেশান ফোনের দিকে তাকিয়ে পড়ে নিতে পারবেন। এর জন্য আপনাকে যতে হবে Settings > Security and privacy > Face Unlock > Smart lock screen notifications এ।

Inflix লঞ্চ করবে 'India first' স্মার্টফোনInflix লঞ্চ করবে 'India first' স্মার্টফোন

এছাড়াও এই আপডেটের পর Honor 7X এ চলে আসবে নতুন AR লেন্স ফিচার। এই ফিচারটি ব্যাবহার করতে আপনাকে যেতে হবে Camera > Modes > AR lens এ। এই ফিচারে ফলে বদলানো সেলফির ব্যাকগ্রাউন্ড বা সেলফিতে অ্যাড করা যাবে আলাদা লেয়ার।

এছাড়াও এই আপডেটে থাকবে নতুন ওয়েদার ফিচার। যা আরও ভালো ভাবে ট্র্যাক করবে আপনার লোকেশান।

মিড-রেঞ্জ সেগমেন্টে সেরা ফোনের তকমা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে Honor 7X। এবার এই আপডেটের পর গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই ফোন।

Best Mobiles in India

Read more about:
English summary
Huawei's sub-brand Honor, as promised, is now rolling out a new software update for Honor 7X smartphone. The update comes with build number B192 and it brings exciting new features to the device.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X